দিনকানা
দিনকানা | |
---|---|
দিনকানা, Large-tailed nightjar | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | কর্ডাটা |
উপপর্ব: | মেরুদণ্ডী |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | স্ট্রিজিফর্মিস |
পরিবার: | Caprimulgidae |
গণ: | Caprimulgus |
প্রজাতি: | macrurus |
দ্বিপদী নাম | |
Caprimulgus macrurus (Horsfield, 1821) |
দিনকানা একটি আবাসিক পাখি। এরা স্বভাবে নিশাচর। এদের গড় ওজন ৭৮ গ্রাম এবং দৈর্ঘ্যে ৩৩ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। পাখিটির ইংরেজি নাম লার্জ টেইলড নাইটজার। বৈজ্ঞানিক নাম Caprimulgus macrurus. উড়ন্ত পোকামাকড়-মথ ইত্যাদি এদের প্রধান খাবার।[২]
প্রজনন
[সম্পাদনা]দিনকানা পাখি ফাল্গুন-জৈষ্ঠ্য মাসে ডিম দেয় ও ছানা তোলে। এরা বাসা বাঁধে না। বাগানের ভেতরে ঝরা পাতার ওপর ২ টি ডিম পাড়ে এবং ১৮ দিনে তা দিয়ে ছানা ফোটায়। প্রয়োজনে এরা মুখে পুরে ডিম-ছানা স্থানান্তর করতে পারে। রাতে এদের ডাকে লোকালয় মুখরিত থাকে।[২]
বিস্তৃতি
[সম্পাদনা]দিনকানা পাখিটি দক্ষিণ হিমালয় পর্বতমালার পাদদেশে , পূর্ব দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এবং অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ব্রুনেই, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, ও ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর এবং ভিয়েতনামের পাখিটিকে দেখা যায়।[৩]
চিত্রশালা
[সম্পাদনা]-
ভরতপুর, রাজস্থান, ভারত
-
স্ত্রী দিনকানা, নরেন্দ্রপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
-
ভরতপুর, রাজস্থান, ভারত
-
২০১১ সালে ভরতপুরে তোলা দিনকানা, রাজস্থান, ভারত
-
ভারতের পশ্চিমবঙ্গের চিন্তামণি কর পাখির অভয়ারণ্যে তোলা দিনকানার ছবি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Caprimulgus macrurus"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2014.3। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ ক খ দিনকানার ছানা- দৈনিক প্রথম আলো; লেখক শরীফ খান; প্রকাশকাল- ১৫ অক্টোবর, ২০১৮ ইং
- ↑ BirdLife International (২০১৬)। "Caprimulgus macrurus"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন। 2016: e.T22725708A94900378। ডিওআই:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22725708A94900378.en । সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।