তামিলনাড়ু ফুটবল দল
অবয়ব
পূর্ণ নাম | তামিলনাড়ু ফুটবল দল | ||
---|---|---|---|
মাঠ | মেরিনা এরিনা | ||
ধারণক্ষমতা | ৪০,০০০ | ||
মালিক | তামিলনাড়ু ফুটবল অ্যাসোসিয়েশন | ||
প্রধান কোচ | রাজেন্দ্রন জনসন | ||
লিগ | সন্তোষ ট্রফি | ||
২০২২–২৩ | গ্রুপ পর্ব | ||
|
তামিলনাড়ু ফুটবল দল ভারতের অঙ্গ রাজ্য তামিলনাড়ুর একটি রাজ্য স্তরের ফুটবল দল। এই দল সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি ফুটবল লিগে অংশ নেয়।[১] তারা ১৯৭২-৭৩ এবং ২০১২ সালে ২বার সন্তোষ ট্রফির ফাইনালে উপস্থিত হয়েছে এবং কখনও জিততে পারেনি। তামিলনাড়ু দল ২০০৯ সালে সন্তোষ ট্রফি সেমি-ফাইনাল পৌঁছেছেন,[২][৩] যেখানে তারা গোয়া ফুটবল দলের কাছে হেরে যায়। ১৯৭২ সালের পূর্বে দলটি মাদ্রাজ ফুটবল দল হিসেবে প্রতিযোগিতা করত।
সাফল্য
[সম্পাদনা]- সন্তোষ ট্রফি[৪]
- রানার্স-আপ (২): ১৯৭২-৭৩, ২০১১-১২
- জাতীয় গেমস
- রৌপ্যপদক (১): ২০০৭
- ব্রোঞ্জপদক (১): ২০০২
- মীর ইকবাল হুসেইন ট্রফি
- বিজয়ী (১): ১৯৮৫-৮৬
- রানার্স-আপ (১): ১৯৯৯-২০০০
- এম দত্ত রায় ট্রফি
- রানার্স-আপ (২): ২০০৪, ২০০৭
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tamil Nadu Football Association"।
- ↑ Football, DC। "The pain of 2009 in Santosh Trophy"। Deccan Chronicle।
- ↑ Roy, Anshuman। "Goa oust TN, fans lose temper"। The Telegraph।
- ↑ List of Santosh Trophy Finals