বিষয়বস্তুতে চলুন

ডগলাস ম্যাকআর্থার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডৌগলাস ম্যাকআর্থার থেকে পুনর্নির্দেশিত)
ডগলাস ম্যাকআর্থার
MacArthur in khaki trousers and open necked shirt with five-star-rank badges on the collar. He is wearing his field marshal's cap and smoking a corncob pipe.
১৯৪৫ সালে ম্যাকআর্থার
রিউকিউ দ্বীপের গভর্নর
কাজের মেয়াদ
১৫ ডিসেম্বর ১৯৫০ – ১১ এপ্রিল ১৯৫১
পূর্বসূরীপদ তৈরি করা হয়েছে
উত্তরসূরীম্যাথিউ রিজওয়ে
ইউনাইটেড ন্যাশন্স কমান্ডের কমান্ডার
কাজের মেয়াদ
৭ জুলাই ১৯৫০ – ১১ এপ্রিল ১৯৫১
রাষ্ট্রপতিহ্যারি এস. ট্রুম্যান
পূর্বসূরীপদ তৈরি করা হয়েছে
উত্তরসূরীম্যাথিউ রিজওয়ে
ফার ইস্ট কমান্ডের কমান্ডার
কাজের মেয়াদ
১ জানুয়ারী ১৯৪৭ – ১১ এপ্রিল ১৯৫১
রাষ্ট্রপতিহ্যারি এস. ট্রুম্যান
পূর্বসূরীপদ তৈরি করা হয়েছে
উত্তরসূরীম্যাথিউ রিজওয়ে
১ম অ্যালাইড পাওয়ার্সের সর্বাধিনায়ক
কাজের মেয়াদ
১৪ আগস্ট ১৯৪৫ – ১১ এপ্রিল ১৯৫১
রাষ্ট্রপতিহ্যারি এস. ট্রুম্যান
পূর্বসূরীপদ তৈরি করা হয়েছে
উত্তরসূরীম্যাথিউ রিজওয়ে
ফিলিপাইনে নিযুক্ত মার্কিন সামরিক উপদেষ্টা
কাজের মেয়াদ
১৯৩৫ – ১৯৪১
পূর্বসূরীপদ তৈরি করা হয়েছে
উত্তরসূরীপদ তৈরি করা হয়েছে
১৩তম মার্কিন সেনাপ্রধান
কাজের মেয়াদ
২১ নভেম্বর ১৯৩০ – ১ অক্টোবর ১৯৩৫
রাষ্ট্রপতি
পূর্বসূরীচার্লস পি সামারেল
উত্তরসূরীমালিন ক্রেইগ
ফিলিপাইন বিভাগের কমান্ডার
কাজের মেয়াদ
১ অক্টোবর ১৯২৮ – ২ অক্টোবর ১৯৩০
পূর্বসূরীউইলিয়াম লেইসিটার
উত্তরসূরীজন এল হাইন্স
১৬তম মার্কিন সেনা একাডেমীর সুপারিন্টেন্ডেন্ট
কাজের মেয়াদ
১৯১৯ – ১৯২২
পূর্বসূরীস্যামুয়েল এস্কুউ টিলম্যান
উত্তরসূরীফ্রেড উইনচেস্টার স্লেডেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৮০-০১-২৬)২৬ জানুয়ারি ১৮৮০
লিটল রক, আর্কানসাস, যুক্তরাষ্ট্র
মৃত্যু৫ এপ্রিল ১৯৬৪(1964-04-05) (বয়স ৮৪)
ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র
সমাধিস্থলম্যাকআর্থার মেমোরিয়াল
রাজনৈতিক দলরিপাবলিকান
দাম্পত্য সঙ্গী
  • লুইস ক্রমওয়েল ব্রুক্স (বি. ১৯২২; বিচ্ছেদ. ১৯২৯)
  • জিন ফেয়ারক্লথ (বি. ১৯৩৭)
পিতাআর্থার ম্যাকআর্থার জুনিয়র
শিক্ষাযুক্তরাষ্ট্র সামরিক একাডেমী
বেসামরিক পুরস্কার
  • কংগ্রেসনাল গোল্ড মেডেল
  • থ্যাংকস অব কংগ্রেস
স্বাক্ষরCursive signature in ink
সামরিক পরিষেবা
ডাকনাম
  • ডাগআউট ডাগ
  • বিগ চীফ
আনুগত্য
শাখা
কাজের মেয়াদ১৯০৩-১৯৬৪
পদ
  • জেনারেল অব দ্য আর্মি (যুক্তরাষ্ট্র সেনাবাহিনী)
  • ফিল্ড মার্শাল (ফিলিপাইন)
কমান্ড
  • জাতিসংঘ কমান্ড
  • ফার ইস্ট কমান্ড
  • সুপ্রিম কমান্ডার অব দ্য অ্যালাইড পাওয়ার্স
  • ইউএস আর্মি ফোর্সেস প্যাসিফিক
  • সাউথওয়েস্ট প্যাসিফিক এরিয়া
  • ইউএস আর্মি ফোর্সেস ফার ইস্ট
  • ফিলিপাইন বিভাগ
  • মার্কিন সেনাপ্রধান
  • ফিলিপাইন ডিভিশন
  • মার্কিন সামরিক একাডেমীর অধ্যক্ষ
  • ৪২ পদাতিক ডিভিশন
  • ৮৪ ব্রিগেড
যুদ্ধ
See list
সামরিক পুরস্কার

ডগলাস ম্যাকআর্থার (২৬শে জানুয়ারি, ১৮৮০ – ৫ই এপ্রিল, ১৯৬৪) একজন মার্কিন সামরিক কর্মকর্তা ছিলেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পাঁচ তারকা জেনারেল পদবী পেয়েছিলেন।[১] তিনি প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৪-১৯১৮) বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় রণমঞ্চে বিশিষ্ট ভূমিকা পালন করেন। ম্যাকআর্থার তার কাজের জন্য তিনবার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মানসূচক পদক মেডেল অভ অনারের জন্য মনোনীত হন এবং শেষ পর্যন্ত ফিলিপাইন অভিযানে সামরিক সেবার জন্য তাঁকে এই পদক প্রদান করা হয়। এর আগে তাঁর পিতা আর্থার ম্যাকআর্থার জুনিয়রও একই পদক পেয়েছিলেন, ফলে তাঁরা ঐ পদকধারী প্রথম পিতা-পুত্র জুটিতে পরিণত হন। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর জেনারেল অব দ্য আর্মি বা পাঁচ তারকা জেনারেল পদে উন্নীত হওয়া মাত্র পাঁচ ব্যক্তিদের মধ্যে তিনি একজন এবং একমাত্র মার্কিন সামরিক কর্মকর্তা যাঁকে ফিলিপাইন সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদে ভূষিত করা হয়।

জেনারেল ডগলাস ম্যাকআর্থার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনা নেতৃত্বের জন্য বিশেষ ভাবে স্মরণীয় হয়ে আছেন। তার জন্ম হয়েছিলো ১৮৮০ সালের ২৬শে জানুয়ারী যুক্তরাষ্ট্রের আর্কানসাস অঙ্গরাজ্যে, বাবা ছিলেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন কনিষ্ঠ সদস্য। ডগলাস ম্যাকআর্থার ১৯০৩ সালে মার্কিন সেনাবাহিনীতে কমিশন পেয়েছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার অবদানের জন্য তাকে মার্কিন সরকার পাঁচ তারকা জেনারেল পদে পদোন্নতি দিয়েছিলো। ১৯৩০ সাল থেকে ১৯৩৫ সাল পর্যন্ত ডগলাস ম্যাকআর্থার মার্কিন সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা (চীফ অব স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৩৬ সালে ফিলিপাইন সরকার ডগলাসকে সম্মানসূচক ফিল্ড মার্শাল পদবী প্রদান করেছিলো।

ডগলাস ম্যাকআর্থারের বাবার নাম ছিলো আর্থার ম্যাকআর্থার জুনিয়র এবং মার নাম ছিলো ম্যারি পিংকনি হার্ডি যিনি একজন গৃহিণী ছিলেন। ১৮৯৯ সালে ডগলাস ম্যাকআর্থার মার্কিন সেনা একাডেমীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়েছিলেন, এর আগে তিনি পশ্চিম টেক্সাস মিলিটারি একাডেমীতে পড়তেন। মার্কিন সেনাবাহিনীর নীতি অনুযায়ী পাঁচ তারকা জেনারেল হিসেবে ডগলাস ম্যাকআর্থার ১৯৬৪ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সেনাবাহিনীর ইউনিফর্ম পরেছিলেন, তিনি ১৯৪৫ সালের ১৪ আগস্ট থেকে ১৯৫১ সালের ১১ এপ্রিল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর দ্য অ্যালাইড পাওয়ার্সের সর্বাধিনায়ক ছিলেন, এবং এটিই ছিলো তার সামরিক জীবনের সর্বশেষ নিয়োগ, তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যানের নির্দেশে জেনারেল ডগলাস সেনাবাহিনী থেকে অবসরে যান এই দিনেই যদিও ১৯৩৭ সালে একবার অবসরে গিয়েছিলেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে তাকে সামরিক বাহিনীতে পুনর্বহাল করা হয়েছিলো।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "DOUGLAS MACARTHUR"National Museum - U.S. Army। সংগ্রহের তারিখ মে ২৭, ২০২৪