টনি হাওয়ার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টনি হাওয়ার্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅ্যান্থনি বোর্ন হাওয়ার্ড
জন্ম (1946-08-27) ২৭ আগস্ট ১৯৪৬ (বয়স ৭৭)
সেন্ট মাইকেল, বার্বাডোস
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাবোলার, কোচ
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১৪৩)
৬ এপ্রিল ১৯৭২ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৬৫/৬৬ - ১৯৭৪/৭৫বার্বাডোস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩১
রানের সংখ্যা - ৩১০
ব্যাটিং গড় - ১০.০০
১০০/৫০ -/- ০/০
সর্বোচ্চ রান - ৪২*
বল করেছে ৩৭২ ৫৬৯৪
উইকেট ৮৫
বোলিং গড় ৭০.০০ ২৭.৩০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/১৪০ ৫/৪৬
ক্যাচ/স্ট্যাম্পিং ০/- ১০/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৯ জুলাই ২০২০

অ্যান্থনি বোর্ন টনি হাওয়ার্ড (ইংরেজি: Tony Howard; জন্ম: ২৭ আগস্ট, ১৯৪৬) বার্বাডোসের সেন্ট মাইকেল এলাকায় জন্মগ্রহণকারী কোচ ও সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭০-এর দশকের শুরুরদিকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি অফ ব্রেক বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন টনি হাওয়ার্ড

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯৬৫-৬৬ মৌসুম থেকে ১৯৭৪-৭৫ মৌসুম পর্যন্ত টনি হাওয়ার্ডের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। অত্যন্ত শক্তিধর বার্বাডোস দলের পক্ষে কয়েক মৌসুম খেলেন। বলগুলো সোজা চলে যেতো। ল্যান্স গিবসের উপস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হয়।

১৯৬৫-৬৬ মৌসুম থেকে ১৯৭৪-৭৫ মৌসুম পর্যন্ত বার্বাডোসের পক্ষে ৩১টি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণের সুযোগ পান। অফ স্পিন বোলিংয়ে ৮৫ উইকেট দখল করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন টনি হাওয়ার্ড। ৬ এপ্রিল, ১৯৭২ তারিখে জর্জটাউনে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

ঐ টেস্টে তিনি ২/১৪০ বোলিং পরিসংখ্যান গড়েন। খেলাটি ড্রয়ে পরিণত হয়েছিল।

অবসর[সম্পাদনা]

২৯ বছর বয়সে ক্রিকেট জীবনকে বিদেয় জানান তিনি। এরপর, ব্যবসায়ের দিকে ধাবিত হন। তাসত্ত্বেও, ক্রিকেটের প্রতি তার সুগভীর অনুরাগ লক্ষ্য করা যায়। ১৯৯৮ সালে বার্বাডোস দলের ব্যবস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হন। এরপর, মার্চ, ২০০৪ সালে জাতীয় দলের পক্ষে এ দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। অভিষেক টেস্টের প্রথম দিনে তার সন্তান ভূমিষ্ঠ হয়। তার স্ত্রী এ প্রসঙ্গে মন্তব্য করেন যে, তিনি খেলার জন্যে পাগল ছিলেন ও তিনি তা করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. List of West Indies Test Cricketers
  2. "West Indies – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  3. "West Indies – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]