বিষয়বস্তুতে চলুন

জেরার্ত মোরেনো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেরার্ত
২০১৯ সালে স্পেনের হয়ে জেরার্ত
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জেরার্ত মোরেনো বালাগেরো
জন্ম (1992-04-07) ৭ এপ্রিল ১৯৯২ (বয়স ৩২)
জন্ম স্থান সান্তা পেরপেতুয়া, স্পেন
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভিয়ারিয়াল
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০০–২০০১ দাম
২০০১–২০০৭ এস্পানিওল
২০০৭–২০১০ বাদালোনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১১ ভিয়ারিয়াল সি ৩৯ (৩৪)
২০১১–২০১৩ ভিয়ারিয়াল বি ২৯ (১৩)
২০১২–২০১৫ ভিয়ারিয়াল ৪০ (১০)
২০১৩–২০১৪মায়োর্কা (ধার) ৩১ (১১)
২০১৫–২০১৮ এস্পানিওল ১০৭ (৩৬)
২০১৮– ভিয়ারিয়াল ৬৫ (২১)
জাতীয় দল
২০১৯– স্পেন (৩)
২০১৪– কাতালোনিয়া (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:২৫, ১ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:২৫, ১ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জেরার্ত মোরেনো বালাগেরো (কাতালান উচ্চারণ: [ʒəˈɾaɾt moˈɾeno], ইংরেজি: Gerard Moreno; জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৮৫; জেরার্ত নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[] তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লা লিগায় ভিয়ারিয়াল, কাতালোনিয়া এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পাশের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।

২০০০–০১ মৌসুমে, কাতালোনীয় ফুটবল ক্লাব দামের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে জেরার্ত ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি এস্পানিওল এবং বাদালোনার মতো ক্লাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১০–১১ মৌসুমে, প্রথমে ভিয়ারিয়ালের বয়সভিত্তিক দলের হয়ে এবং পরবর্তীতে ২০১২–১৩ ভিয়ারিয়ালের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, উক্ত সময়ে ভিয়ারিয়ালের হয়ে তিনি ৩ মৌসুমে ৪০ ম্যাচে ১০টি গোল করেছেন। পরবর্তীতে তিনি ১ মৌসুমের জন্য মায়োর্কার হয়ে ধারে এবং এস্পানিওলের হয়ে খেলেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এস্পানিওল হতে পুনরায় ভিয়ারিয়ালে যোগদান করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জেরার্ত" (স্পেনীয় ভাষায়)। ভিয়ারিয়াল। ২৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  2. "জেরার্তের তথ্য"ইএসপিএন এফসি। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০ 
  3. "২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পুনরায় ভিয়ারিয়ালে যোগদান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]