এমেরিক লাপোর্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এমেরিক লাপোর্ত
২০১৪ সালে অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে লাপোর্ত
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এমেরিক জঁ লুইস জেরার্দ আলফোঁসে লাপোর্ত[১]
জন্ম (1994-05-27) ২৭ মে ১৯৯৪ (বয়স ২৯)[২]
জন্ম স্থান আঁজে, ফ্রান্স
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়
২০০০–২০০৯ আঁজে
২০০৯–২০১০ বাইয়োনে
২০১০–২০১১ অ্যাথলেটিক বিলবাও
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১২ বাস্কোনিয়া ৩৩ (২)
২০১২ অ্যাথলেটিক বিলবাও বি (০)
২০১২–২০১৮ অ্যাথলেটিক বিলবাও ১৬১ (৭)
২০১৮– ম্যানচেস্টার সিটি ৭৫ (৪)
জাতীয় দল
২০১১ ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ১১ (১)
২০১১–২০১২ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (০)
২০১২–২০১৩ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ ১২ (১)
২০১৩–২০১৬ ফ্রান্স অনূর্ধ্ব-২১ ১৯ (১)
২০২১– স্পেন (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৩৪, ২৬ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৩৪, ১৪ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

এমেরিক জঁ লুইস জেরার্দ আলফোঁসে লাপোর্ত (ফরাসি: Aymeric Laporte; জন্ম: ২২ মে ১৯৯৪) হলেন একজন ফরাসি-স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং স্পেন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০১১ সালে, লাপোর্ত ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৬ বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য ডাক পেয়েছেন। দলগতভাবে, লাপোর্ত এপর্যন্ত ৯টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে এবং ৮টি ম্যানচেস্টার সিটির হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

এমেরিক জঁ লুইস জেরার্দ আলফোঁসে লাপোর্ত ১৯৯৪ সালের ২২শে মে তারিখে ফ্রান্সের আঁজেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Players under Written Contract Registered Between 01/01/2018 and 31/01/2018"The Football Association। পৃষ্ঠা 5। ২৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Aymeric Laporte"11v11.com। AFS Enterprises। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]