জনসংস্কৃতিতে গ্রিক পুরাণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্ট্রিয়ার সংসদ ভবনের সামনে ১৯ শতকের এথেন্সের প্রসিদ্ধ মূর্তি,  "যেখানে ইতিহাসের শেষ সেখানে পুরাণ শুরু"।
১৯৩০ সালে বিমান ডাকে পেগাসাস এর ছবি মুক্ত ভাবে  ব্যবহার করা হয়েছিল।

গ্রিক পুরাণের বিভিন্ন উপাদান সাধারণ ও জনপ্রিয় সংস্কৃতিতে অনেকবার দেখা গিয়েছে। মূলত গ্রিক পৌরাণিক কাহিনী প্রাচীন রোমের সংস্কৃতিতে গ্রহণ করা হয়েছিল। রেনেসাঁসের শিল্প এবং ইংরেজি কবিতা, পাশাপাশি চলচ্চিত্র ও সাহিত্য, গান এবং বিজ্ঞাপন সমূহের মধ্যে পুরাতত্বের উপাদান সমূহ ব্যবহার করা হয়েছে। বাইবেল  এবং শেক্সপিয়রের  কাজ সমূহের পাশাপাশি, গ্রীস ও রোমের পৌরাণিক কাহিনী সমুহ বিগত ৫০০ বছর ধরে পশ্চিমা সংস্কৃতিতে "Touchstone" হয়েছিল, এবং তখন থেকেই পশ্চিমা সাংস্কৃতিক আন্দোলন দ্বারা প্রায়ই অন্তর্ভুক্ত করা হয়েছে, বিশেষত রেনেসাঁর কারণে। 

তথ্যসূত্র[সম্পাদনা]