বিষয়বস্তুতে চলুন

ঙ (ইন্ডিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Ṅa
বাংলা দেবনাগরী গুরুমুখী গুজরাটি ওড়িয়া
Ṅa Ṅa Ṅa
তামিল তেলুগু কন্নড় মালয়ালম সিংহলী
থাই লাও তিব্বতি বর্মী খমের
বায়বায়িন হানুনো বুহিদ তাগবানওয়া লোনতারা
বালী সুন্দা লিম্বু তাই লে নয়া তাই লু
-
লেপছা সৌরাষ্ট্র রেজং জাভাই চাম
থাই থম থাই ভিয়েত কায়াঽ লি ফাগ্‌স-পা সিদ্ধং
Siddhaṃ 'Nga'
মহাজনি খোজকি খোদাবাদি সিলেটি মেইতেই
- 𑈍 𑊿 -
Modi তিরহুতা কৈথি সোরা গ্রন্থ
𑘒 𑒓 𑂑 𑃗 𑌙
চাকমা শারদা তাকরি খরোষ্ঠী ব্রাহ্মী
𑄋 𑆕 𑚎 - Brahmi 'Nga'
ধ্বনিগ্রামিক প্রতিনিধি: /ŋ/
আসলিব প্রতিবর্ণীকরণ: nga
ইসকি কোড পয়েন্ট: B7 (183)

হলো ভারতীয় আবুগিদার পঞ্চম ব্যঞ্জনবর্ণ। আধুনিক ভারতীয় লিপিগুলিতে এটি গুপ্ত বর্ণ -এর মধ্য দিয়ে ব্রাহ্মী বর্ণ ng থেকে এসেছে।

গণিতে ঙ (ङ)

[সম্পাদনা]

আর্যভট্টের ব্যবহার

[সম্পাদনা]

ভারতীয় সংখ্যা প্রণালী সৃষ্টির পেছনে আর্যভট্টের দেবনাগরী অক্ষর সমূহকে প্রায় গ্রীকদের দ্বারা সংখ্যা লেখার মতো ব্যবহার করা হত। ङ’র বিভিন্ন রূপের মানসমূহ নিচে দেয়া হল:[]

  • [ŋə] = ৫ (५)
  • ङि [ŋɪ] = ৫০০ (५००)
  • ङु [ŋʊ] = ৫০,০০০ (५० ०००)
  • ङृ [ŋri] = ৫,০০০,০০০ (५० ०० ०००)
  • ङॢ [ŋlə] = ৫×১০ (५०)
  • ङे [ŋe] = ৫×১০১০ (५०१०)
  • ङै [ŋɛː] = ৫×১০১২ (५०१२)
  • ङो [ŋoː] = ৫×১০১৪ (५०१४)
  • ङौ [ŋɔː] = ৫×১০১৬ (५०१६)

বাংলা ঙ

[সম্পাদনা]

(আধ্বব: [ŋɔ])) হলো বাংলা বর্ণমালার পঞ্চম ব্যঞ্জনবর্ণ এবং ১৭তম বর্ণবাংলা ব্যঞ্জনবর্ণের সংখ্যা মোট ৩৯টি; তার মধ্যে পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ ২৬টি, অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ ৭টি এবং মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ ৬টি। 'ঙ' হলো একটি মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ।

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

এটি একটি মাত্রাবিহীন ব্যঞ্জনধ্বনি। ২৫ টি স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনির একটি এবং ক-বর্গের অন্তর্গত ঘোষ পশ্চাত্তালুজাত নাসিক্য ধ্বনি।

ব্যবহার

[সম্পাদনা]

ঙ-র সঙ্গে স্বর যুক্ত না থাকলে ঙ এবং ং-এর ধ্বনি অভিন্ন এবং ঙ—স্থলে ং লেখা যায়। সন্ধিতে মূ-স্থানে ঙ-র পরিবর্তে ই লেখা বিধেয়। শব্দের আরম্ভে ঙ-র প্রয়োগ নেই।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ifrah, Georges (২০০০)। The Universal History of Numbers. From Prehistory to the Invention of the Computer (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক: John Wiley & Sons। পৃষ্ঠা 447–450। আইএসবিএন 0-471-39340-1