ঙ (ইন্ডিক)
Ṅa | |||||
---|---|---|---|---|---|
বাংলা | দেবনাগরী | গুরুমুখী | গুজরাটি | ওড়িয়া | |
ਙ | ઙ | ||||
তামিল | তেলুগু | কন্নড় | মালয়ালম | সিংহলী | |
ங | ఙ | ಙ | ങ | ඞ | |
থাই | লাও | তিব্বতি | বর্মী | খমের | |
ง | ງ | ང | င | ង | |
বায়বায়িন | হানুনো | বুহিদ | তাগবানওয়া | লোনতারা | |
ᜅ | ᜥ | ᝅ | ᝥ | ᨂ | |
বালী | সুন্দা | লিম্বু | তাই লে | নয়া তাই লু | |
- | ᮍ | ᤅ | ᥒ | ᦇ | |
লেপছা | সৌরাষ্ট্র | রেজং | জাভাই | চাম | |
ᰅ | ꢖ | ꤲ | ꦔ | ꨋ | |
থাই থম | থাই ভিয়েত | কায়াঽ লি | ফাগ্স-পা | সিদ্ধং | |
ᨦ | ꪈꪉ | ꤍ | ꡃ | ||
মহাজনি | খোজকি | খোদাবাদি | সিলেটি | মেইতেই | |
- | 𑈍 | 𑊿 | - | ꯡ | |
Modi | তিরহুতা | কৈথি | সোরা | গ্রন্থ | |
𑘒 | 𑒓 | 𑂑 | 𑃗 | 𑌙 | |
চাকমা | শারদা | তাকরি | খরোষ্ঠী | ব্রাহ্মী | |
𑄋 | 𑆕 | 𑚎 | - | ||
ধ্বনিগ্রামিক প্রতিনিধি: | /ŋ/ | ||||
আসলিব প্রতিবর্ণীকরণ: | nga | ||||
ইসকি কোড পয়েন্ট: | B7 (183) |
ঙ হলো ভারতীয় আবুগিদার পঞ্চম ব্যঞ্জনবর্ণ। আধুনিক ভারতীয় লিপিগুলিতে এটি গুপ্ত বর্ণ -এর মধ্য দিয়ে ব্রাহ্মী বর্ণ থেকে এসেছে।
গণিতে ঙ (ङ)
[সম্পাদনা]আর্যভট্টের ব্যবহার
[সম্পাদনা]ভারতীয় সংখ্যা প্রণালী সৃষ্টির পেছনে আর্যভট্টের দেবনাগরী অক্ষর সমূহকে প্রায় গ্রীকদের দ্বারা সংখ্যা লেখার মতো ব্যবহার করা হত। ङ’র বিভিন্ন রূপের মানসমূহ নিচে দেয়া হল:[১]
- ङ [ŋə] = ৫ (५)
- ङि [ŋɪ] = ৫০০ (५००)
- ङु [ŋʊ] = ৫০,০০০ (५० ०००)
- ङृ [ŋri] = ৫,০০০,০০০ (५० ०० ०००)
- ङॢ [ŋlə] = ৫×১০৮ (५०८)
- ङे [ŋe] = ৫×১০১০ (५०१०)
- ङै [ŋɛː] = ৫×১০১২ (५०१२)
- ङो [ŋoː] = ৫×১০১৪ (५०१४)
- ङौ [ŋɔː] = ৫×১০১৬ (५०१६)
বাংলা ঙ
[সম্পাদনা]ঙ (আধ্বব: [ŋɔ])) হলো বাংলা বর্ণমালার পঞ্চম ব্যঞ্জনবর্ণ এবং ১৭তম বর্ণ। বাংলা ব্যঞ্জনবর্ণের সংখ্যা মোট ৩৯টি; তার মধ্যে পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ ২৬টি, অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ ৭টি এবং মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ ৬টি। 'ঙ' হলো একটি মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ।
বৈশিষ্ট্য
[সম্পাদনা]এটি একটি মাত্রাবিহীন ব্যঞ্জনধ্বনি। ২৫ টি স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনির একটি এবং ক-বর্গের অন্তর্গত ঘোষ পশ্চাত্তালুজাত নাসিক্য ধ্বনি।
ব্যবহার
[সম্পাদনা]ঙ-র সঙ্গে স্বর যুক্ত না থাকলে ঙ এবং ং-এর ধ্বনি অভিন্ন এবং ঙ—স্থলে ং লেখা যায়। সন্ধিতে মূ-স্থানে ঙ-র পরিবর্তে ই লেখা বিধেয়। শব্দের আরম্ভে ঙ-র প্রয়োগ নেই।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ifrah, Georges (২০০০)। The Universal History of Numbers. From Prehistory to the Invention of the Computer (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক: John Wiley & Sons। পৃষ্ঠা 447–450। আইএসবিএন 0-471-39340-1।