গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি
গ্রেট ভিক্টোরিয়া | |
মরুভূমি | |
লাল অংশে অবস্থিত গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি
| |
দেশ | অস্ট্রেলিয়া |
---|---|
রাজ্যসমূহ | পশ্চিম অস্ট্রেলিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া |
প্রস্থ | ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল), E/W |
ক্ষেত্র | ৩,৪৮,৭৫০ বর্গকিলোমিটার (১,৩৪,৬৫৩ বর্গমাইল) |
Biome | মরুভূমি |
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি (ইংরেজি: Great Victoria Desert) হলো পশ্চিম অস্ট্রেলিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার সমতল তৃণভূমি, নোনা হ্রদ, বালির স্তুপ এবং নুড়িপাথরের ঘনসন্নিবিষ্ট বিস্তীর্ণ অঞ্চল নিয়ে অবস্থিত অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি।[১] এটি পশ্চিম থেকে পূর্বদিকে ৭০০ কি.মি. (৪৩০ মাইল) প্রশস্ত এবং পশ্চিম অস্ট্রেলিয়ার পূর্ব গোল্ডফিল্ড প্রদেশ থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ার গওলার রেঞ্জস্ পর্যন্ত এর মোট আয়তন ৩৪৮,৭৫০ বর্গ কিমি (১৩৪,৬৫৩ বর্গ মাইল)[২]। এ অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং অনিয়মিত। বৃষ্টিপাতের পরিসর ২০০ মিঃমিঃ থেকে ২৫০ মিঃমিঃ (৭.৯ ইঞ্চি - ৯.৮ ইঞ্চি) পর্যন্ত হয়ে থাকে। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমিতে তুলনামূলকভাবে অনেক বজ্রঝড় হয়| বছরে গড়ে ১৫-২০ বারের মতো বজ্রঝড় সংঘটিত হয়। গ্রীষ্মকালে এই মরুভূমিতে তাপমাত্রা ৩২° থেকে ৪০° সেলসিয়াস (৯৪°-১০৪° ফারেনহাইট) পর্যন্ত হয়। অন্যদিকে শীতকালে তাপমাত্রা ১৮° থেকে ২৩° সেলসিয়াসের (৬৪°-৭৩° ফারেনহাইট) মধ্যে থাকে। এই মরুভূমি একটি জনবিরল অঞ্চল।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]ইতিহাস
[সম্পাদনা]পরিবেশ ও প্রকৃতি
[সম্পাদনা]বাস্তুসংস্থা
[সম্পাদনা]জলবায়ু
[সম্পাদনা]যোগাযোগব্যাবস্থা
[সম্পাদনা]অর্থনৈতিক গুরুত্ব
[সম্পাদনা]অন্যান্য
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Great Victoria Desert – The Largest Desert in Australia. Birgit Bradtke. Outback Australia. সংগৃহীত ২০ ডিসেম্বর, ২০১৭।
- ↑ ga.gov.au: Desert. সংগৃহীত ২০ ডিসেম্বর, ২০১৭।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |