কালাহারি মরুভূমি
অবয়ব
কালাহারি | |
Desert | |
![]() A satellite image of the Kalahari by NASA World Wind
| |
দেশসমূহ | বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা |
---|---|
Landmarks | Botswana's Gemsbok National Park, Central Kalahari Game Reserve, Chobe National Park, Kalahari Basin, Kalahari Gemsbok National Park, Kgalagadi Transfrontier Park, Makgadikgadi Pans |
নদী | Orange River |
সর্বোচ্চ বিন্দু | Brandberg Mountain ২,৫৭৩ মি (৮,৪৪২ ফু) |
দৈর্ঘ্য | ৪,০০০ কিলোমিটার (২,৪৮৫ মাইল), E/W |
ক্ষেত্র | ৯,৩০,০০০ বর্গকিলোমিটার (৩,৫৯,০৭৫ বর্গমাইল) |
Biome | Semi-arid desert |
কালাহারি (ইংরেজি: Kalahari, আফ্রিকান্স: Dorsland বা তৃষ্ণার্ত অঞ্চল) আফ্রিকার দক্ষিণাঞ্চলের মালভূমিতে অবস্থিত একটি অববাহিকার মত সমতল ভূমি। বতসোয়ানার প্রায় পুরো অঞ্চল, নামিবিয়ার পূর্বাঞ্চলীয় এক তৃতীয়াংশ এবং দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেইপ প্রদেশের সর্ব উত্তরের অংশটুকু এর মধ্যে পড়ে। দক্ষিণ-পশ্চিমে এটি নামিবিয়ার উপকূলবর্তী নামিব মরুভূমির সাথে মিলিত হয়। কালাহারি উত্তর দক্ষিণে সর্বোচ্চ ১০০০ মাইল পর্যন্ত দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে এর সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ৬০০ মাইল, মোট ক্ষেত্রফল প্রায় ৩৬০,০০০ বর্গমাইল তথা ৯৩০,০০০ বর্গকিলোমিটার।[১]
