গরীব জনতা দল (ধর্মনিরপেক্ষ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গরীব জনতা দল (ধর্মনিরপেক্ষ) (হিন্দি: गरीब जनता दाल (सेक्युलर), সংক্ষেপে জিজেডি(এস) হল ভারতের বিহারের একটি রাজনৈতিক দল । দলটি ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন লোকসভা সাংসদ অনিরুধ প্রসাদ যাদব ('সাধু যাদব') দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২] যাদব রাজ্যসভার প্রাক্তন সাংসদ ব্রহ্মদেও আনন্দ পাসওয়ানকে দলের সভাপতি পদে নাম দিয়েছেন।[২]

প্রাথমিক ভোট গণনা অনুসারে, জেজিডিএস ২০১৫ সালের নির্বাচনে ৯২,২৭৯ ভোট সংগ্রহ করেছিল (রাজ্যব্যাপী ভোটের ০.২%)।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]