গণ্ডার
গণ্ডার Rhinoceros সময়গত পরিসীমা: Eocene–Recent | |
---|---|
কালো গণ্ডার (Diceros bicornis) | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | স্তন্যপায়ী |
অধঃশ্রেণী: | Eutheria |
বর্গ: | পেরিসোডাক্টাইলা |
উপবর্গ: | Ceratomorpha |
মহাপরিবার: | Rhinocerotoidea |
পরিবার: | Rhinocerotidae Gray, 1820 |
গণসমূহ | |
সিরাটোথারিয়াম |
গণ্ডার (ইংরেজি: Rhinoceros বা Rhino) এক প্রকার স্তন্যপায়ী প্রাণী। এটি রাইনোসেরোটিডি পরিবারের অন্তর্গত। গণ্ডারের দুইটি প্রজাতির মধ্যে একটি আফ্রিকা মহাদেশে বাস করে। পাঁচ প্রজাতির মধ্যে চারটিই ইতোমধ্যে বিলুপ্তির সম্মুখীন। ইতিমধ্যেই বেশ কিছু গবেষনা থেকে জানা যায় একটি গন্ডারের স্বরন কাল এর স্থায়িত্ব হলো ৩ ঘন্টা এর মানে হলো ৩ ঘন্টা পরে এদের সাথে ঘটে যাওয়া ঘটনা তারা মনে করতে পারে না।
'
সংরক্ষণ অবস্থা
[সম্পাদনা]সাদা গণ্ডার
[সম্পাদনা]সাদা গণ্ডারের দক্ষিণী প্রজাতি সম্পূর্ণ ভাবে সুরক্ষিত আছে। কিন্তু উত্তুরে প্রজাতি মহাবিপন্ন, বিলুপ্তির পথে।
অন্যন্য প্রজাতি
[সম্পাদনা]ভারতীয় গণ্ডার সবচেয়ে কম বিপদগস্ত। যা সংকটাপন্ন অবস্থায় আছে। তারপর কালো গণ্ডার যা মহাবিপন্ন। এদের সংখ্যা ২০০০ এর থেকেও কম। তারপর সুমাট্রান ও জাভা গণ্ডার। তারাও মহাবিপন্ন। সুমাট্রান গণ্ডারের সংখ্যা ১০০ এর থেকেও কম। আর জাভা গণ্ডারের সংখ্যা ৬০ এর থেকেও অনেক কম।
প্রজাতিসমূহ
[সম্পাদনা]গণ্ডারের ৫টি প্রজাতি হচ্ছেঃ
সংরক্ষণ
[সম্পাদনা]- চিতবন রাষ্ট্রীয় নিকুঞ্জ
- International Rhino Foundation
- কাজিরাঙ্গা জাতীয় উদ্যান
- List of odd-toed ungulates by population
- বর্দিয়া রাষ্ট্রীয় নিকুঞ্জ
- Nicolaas Jan van Strien
- Save the Rhino