বর্দিয়া রাষ্ট্রীয় নিকুঞ্জ
অবয়ব
বর্দিয়া রাষ্ট্রীয় নিকুঞ্জ बर्दिया राष्ट्रिय निकुञ्ज | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান) | |
![]() বর্দিয়া রাষ্ট্রীয় নিকুঞ্জে জঙ্গল | |
![]() | |
অবস্থান | নেপাল |
স্থানাঙ্ক | ২৮°২৩′ উত্তর ৮১°৩০′ পূর্ব / ২৮.৩৮৩° উত্তর ৮১.৫০০° পূর্ব |
আয়তন | ৯৬৮ কিমি২ (৩৭৪ মা২) |
স্থাপিত | ১৯৮৮ |
কর্তৃপক্ষ | রাষ্ট্রীয় নিকুঞ্জ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ, বন ও মাটি সংরক্ষণ মন্ত্রণালয় |
বর্দিয়া রাষ্ট্রীয় নিকুঞ্জ (নেপালি: बर्दिया राष्ट्रिय निकुञ्ज, ) হচ্ছে নেপালের একটি সংরক্ষিত অঞ্চল যেটি ১৯৮৮ সালে রাজকীয় বরদিয়া রাষ্ট্রীয় নিকুঞ্জ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর আয়তন হচ্ছে ৯৬৮ কিমি২ (৩৭৪ মা২) এবং এটি নেপালের তরাই অঞ্চলের সবচেয়ে বড় এবং অক্ষত জাতীয় নিকুঞ্জ। এটি বর্দিয়া জেলায় অবস্থিত কর্নালি নদীর পূর্ব তীর লাগোয়া। এটি উত্তরে সিওয়ালিক পাহাড় দ্বারা বিচ্ছিন্ন। নেপালগুঞ্জ-সুরখেত মহাসড়ক দ্বারা এটির দক্ষিণ দিক গঠিত, যেটি তীব্রভাবে সংরক্ষিত এ-অঞ্চলটিকে আক্রমণ করে। মানব বসতির মাধ্যমে এর প্রাকৃতিক বিচ্ছিন্নতাটি তৈরি হয়েছে গেরুয়ার পাশে পশ্চিমে যেদিকে কর্নালি নদীর একটি শাখা এবং দক্ষিণ-পশ্চিমে ববি নদী প্রবাহিত।[১] এখানে বর্তমানে বাঘের সংখ্যা ১৮টি এবং ৫০টিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Majupuria, T. C., Kumar, R. (1998). Wildlife, National Parks and Reserves of Nepal. S. Devi, Saharanpur and Tecpress Books, Bangkok. আইএসবিএন ৯৭৪-৮৯৮৩৩-৫-৮
- ↑ বাঘ রক্ষায় ডিক্যাপ্রিওর ৩০ লাখ ডলার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ নভেম্বর ২০১৩ তারিখেNews Desk (২০১৩-১১-২৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, BD।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Jane Wilson-Howarth (২০১২)। A Glimpse of Eternal Snows: a journey of love and loss in the Himalayas। Bradt Travel Guides, UK। পৃষ্ঠা 390। আইএসবিএন 978-1-84162-435-8।