খারিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খারিজ (The Case is Closed) মৃণাল সেন পরিচালিত একটি চলচ্চিত্র । এই চলচ্চিত্রটি রমাপদ চৌধুরীর কাহিনী অবলম্বনে ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ।

বিষয়বস্তু[সম্পাদনা]

একটি মধ্যবিত্ত পরিবারের অপ্রাপ্তবয়স্ক চাকর রান্নাঘরের ভিতরে রাত্রে রহস্যজনকভাবে মারা যায় । পুলিশের তদন্ত এবং পোস্টমর্টেম থেকে জানা যায় যে রান্নাঘরের মধ্যে জ্বলন্ত কয়লা থেকে নির্গত কার্বন-মনোক্সাইড থেকে তার মৃত্যু হয়েছে । ঠান্ডার মধ্যে নিজেকে গরম রাখার জন্য ছেলেটি রান্নাঘরে কয়লা জ্বালিয়ে রেখেছিল । সুখী পরিবারটি হঠাৎ করেই একটি মনস্তাত্ত্বিক আঘাতের মধ্যে পড়ে । অপরাধবোধ, পুলিশ কেস এবং লোকলজ্জার ভয়ে তারা আতঙ্কিত হয়ে ওঠে । তারা চেষ্টা করে যে করেই হোক ছেলেটির বাবাকে খুশি করতে । কিন্তু শেষ পর্যন্ত তাদের কিছুই হয় না । ছেলেটির বাবা ছেলেটির শেষকার্যের পর চুপচাপ বিদায় নেয় । কিন্তু এই ঘটনা পরিবারটিকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত ও বিবেকের কাছে পরাজিত করে দেয় ।

কলাকুশলী ও অন্যান্য[সম্পাদনা]

  • প্রযোজনা - নীলকন্ঠ ফিল্মস
  • ক্যামেরা - কে কে মহাজন
  • সঙ্গীত - বি ভি কারান্থ

অভিনয়[সম্পাদনা]

  • অঞ্জন দত্ত - অঞ্জন সেন
  • মমতা শংকর - মমতা সেন
  • শ্রীলা মজুমদার - সৃজা
  • ইন্দ্রানী মৈত্র - পুপাই
  • দেহপ্রতিম দাসগুপ্ত - হরি
  • নীলোৎপল দে - ইন্সপেক্টর
  • চারুপ্রকাশ ঘোষ - আইনজীবী
  • দেবতোষ ঘোষ
  • গীতা সেন - প্রতিবেশী
  • সুনীল মুখার্জী - প্রতিবেশী
  • বিমান চ্যাটার্জী
  • রমেন রায়চৌধুরি
  • বিনয় লাটুরি

পুরস্কার[সম্পাদনা]

  • জাতীয় পুরস্কার - দ্বিতীয় সেরা ছবি
  • জাতীয় পুরস্কার - বাংলায় সেরা ছবি
  • জাতীয় পুরস্কার - সেরা সম্পাদনা (গঙ্গাধর নস্কর)
  • জাতীয় পুরস্কার - সেরা শিল্প নির্দেশনা (নিতীশ রায়)
  • কান চলচ্চিত্র উৎসব - জুরি পুরস্কার
  • শিকাগো চলচ্চিত্র উৎসব - ব্রোঞ্জ হুগো
  • ভ্যালাডয়েড (Valladoid ) চলচ্চিত্র উৎসব - গোল্ডেন স্পাইক

তথ্যসূত্র[সম্পাদনা]