ইন্টারভিউ (১৯৭১-এর চলচ্চিত্র)
ইন্টারভিউ | |
---|---|
![]() | |
পরিচালক | মৃণাল সেন |
প্রযোজক | মৃণাল সেন |
রচয়িতা | মৃণাল সেন, আশীষ বর্মন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | বিজয় রাঘব রাও |
মুক্তি | ১৯৭১ |
দৈর্ঘ্য | ১০১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ইন্টারভিউ মৃণাল সেন পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ১৯৭১ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রতে বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, করুণা ব্যানার্জি শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। চলচ্চিত্রটির কাহিনীকার আশীষ বর্মন। তার গল্পের উপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করা হয়। এটি মৃণাল সেনের কলকাতা ত্রয়ীর প্রথম ছবি। ফিনল্যান্ডের দূরদর্শনের ধারাবাহিকে এটি Haastattelu ও পোল্যান্ডে Rozmowa kwalifikacyjna নামে পরিবেশিত হয়।[১]
পটভূমি[সম্পাদনা]
রঞ্জিত মল্লিক একজন শিক্ষিত সুপুরুষ যুবক। একটি ছোট প্রেসে কাজ করে। তার বাড়িতে দিদি ও মা আছেন। তাদের একজন পারিবারিক বন্ধু একটি বিলিতি কোম্পানিতে চাকরি করে। সেখানে রঞ্জিতকেউ চাকরি পাইয়ে দেবে বলে প্রস্তাব দেয়। কিন্তু চাকরির জন্য রঞ্জিতকে বিলিতি কেতায় কোট প্যান্ট পরে ইন্টারভিউ তে উপস্থিত হতে হবে। সেই মতো রঞ্জিত কোট প্যান্ট জোগাড় করতে থাকে। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় সে ইন্টারভিউ তে কোট প্যান্ট পরে যেতে পারেনি, এবং বাধ্য হয়ে বাঙালি ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবী পরে যায়। এবং তার চাকরি হয় না।
ছবিটিতে রঞ্জিতের কোট প্যান্ট জোগাড় করা এবং তা জোগাড় করার পরেও হারিয়ে ফেলার ঘটনা চিত্রায়িত করা হয়েছে।
অভিনয়ে[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ১৯৫৯-এর চলচ্চিত্র
- ১৯৫০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- কলকাতার পটভূমিতে চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় নাট্য চলচ্চিত্র
- বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় সাদাকালো চলচ্চিত্র
- রবিশঙ্কর সুরারোপিত চলচ্চিত্র
- মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্র
- মৃণাল সেনের চিত্রনাট্য
- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- ১৯৭০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র