বাইশে শ্রাবণ (১৯৬০-এর চলচ্চিত্র)
অবয়ব
বাইশে শ্রাবণ | |
---|---|
পরিচালক | মৃণাল সেন |
প্রযোজক | বিজয় চ্যাটার্জি ও অশোক রায় |
রচয়িতা | চিদানন্দ দাসগুপ্ত |
চিত্রনাট্যকার | মৃণাল সেন |
শ্রেষ্ঠাংশে | মাধবী মুখোপাধ্যায় |
সুরকার | হেমন্ত মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | শৈলজা চ্যাটার্জি |
মুক্তি | ১৩ মে ১৯৬০ (কলকাতা) |
স্থিতিকাল | ১১০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
বাইশে শ্রাবণ মৃণাল সেন পরিচালিত যুদ্ধের পটভূমিকায় একটি বাস্তবধর্মী চলচ্চিত্র । এই চলচ্চিত্রটি ১৯৬০ সালে মক্তি পায়। এই চলচ্চিত্রতে বিখ্যাত অভিনেতা মাধবী মুখোপাধ্যায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। চলচ্চিত্রটির কাহিনীকার চিদানন্দ দাসগুপ্ত। তার এই গল্পের উপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করা হয়।
অভিনয়ে
[সম্পাদনা]- মাধবী মুখোপাধ্যায়
- হেমাঙ্গিনী দেবী
- জ্ঞানেশ মুখোপাধ্যায়
- উমানাথ ভট্টাচার্য
- সুমিতা দাসগুপ্ত
- আশা দেবী
- ভারতী ব্যানার্জী
- চিদানন্দ দাসগুপ্ত