কৎ বেল
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। (মার্চ ২০১০) |
Limonia acidissima | |
---|---|
![]() | |
কদবেল | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
(শ্রেণীবিহীন): | Angiosperms |
(শ্রেণীবিহীন): | Eudicots |
(শ্রেণীবিহীন): | Rosids |
বর্গ: | Sapindales |
পরিবার: | Rutaceae |
উপপরিবার: | Aurantioideae |
গোত্র: | Citreae |
গণ: | Limonia L. |
প্রজাতি: | L. acidissima |
দ্বিপদী নাম | |
Limonia acidissima L. |
কৎবেল বা 'কদবেল' এক ধরনের ফল। এর খোলস শক্ত ও বেলের মত খসখসে। গাছ ২০-৫০ ফুট উঁচু হয়। কাঠ শক্ত ও পর্ণমোচীি বা পাতা ঝরা বৃক্ষ। পাতা কামিনি ফুলের পাতার মত। পত্রদন্ডের ২ দিকে ৫-৭ পাতা থাকে। ২-৫ইঞ্চি ব্যাস বিশিষ্ট টেনিস বলের আকারের কৎবেল টক স্বাদের ফল। গাছে ছোট কাঁটা থাকে। আগস্ট-নভেম্বর মাসে ফল পাকে। কাঠ শক্ত; ঘরবাড়ি তৈরিতে ব্যবহার করা যায়। সংস্কৃত ভাষায় এর নাম কপিত্থ। সাদা রঙের ফুল হয়। পাকা কতবেলে পর্যাপ্ত পরিমাণে থাকে আমিষ, শর্করা, চর্বি, ক্যালসিয়াম , ভিটামিন বি ও সি। লঙ্কা, লবণ ও চিনি দিয়ে মেখে সুস্বাদু আচার বানিয়ে খাওয়া হয়। প্রতি একশো গ্রাম মন্ডে ৪৯ ক্যালোরি শক্তি বিদ্যমান।
বৈজ্ঞানিক নাম: Feronia Limonia Swingle. পরিবার: Rutaceae ইংরেজি নাম: Elephant Apple/Monkey fruit
ঔষধিগুণ[সম্পাদনা]
ফল, পাতা, ছাল ও শাঁস ঔষধি হিসেবে ব্যবহার হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
- পিত্ত পাথুরিতে কচি পাতার রস ব্যবহার হয়[তথ্যসূত্র প্রয়োজন]।
- শাঁস কাশি, সর্দি, হাঁপানি, ও যক্ষ্মা রোগের উপকার হয়[তথ্যসূত্র প্রয়োজন]।
- উদ্দীপক, মূত্রবর্ধক, বলকারক ও যৌনশক্তি বর্ধক গুণ রয়েছে[তথ্যসূত্র প্রয়োজন]।
- ফলের বীজ হৃদরোগ নিরাময় করে[তথ্যসূত্র প্রয়োজন]।
- মাড়ী ও গলার ঘায়ে ব্যবহৃত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে কৎ বেল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
http://www.hort.purdue.edu/newcrop/morton/wood-apple.html
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |