ক্রিস্টেন নিগার্ড
ক্রিস্টেন নিগার্ড | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ১০ আগস্ট ২০০২ অসলো,[১] নরওয়ে | (বয়স ৭৫)
পরিচিতির কারণ | অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিমুলা |
পুরস্কার | টুরিং পুরস্কার (২০০১) আইইইই জন ভন নিউম্যান মেডেল (২০০২) রয়েল নরওয়েজিয়ান অর্ডার অব সেন্ট ওলাভ নরবের্ট ভেইনার পুরস্কার |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | নরওয়েজীয় প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নরওয়েজীয় কার্য গবেষণা সোসাইটি নরওয়েজীয় কম্পিউটার কেন্দ্র আরহুস বিশ্ববিদ্যালয় অসলো বিশ্ববিদ্যালয় |
ক্রিস্টেন নিগার্ড (আগস্ট ২৭, ১৯২৬ - আগস্ট ২, ২০০২) ছিলেন নরওয়েজীয় গণিতবিদ এবং কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল এবং রাজনীতিবিদ।
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং[সম্পাদনা]
নিগার্ড ১৯৫৬ সালে অসলো বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। নিগার্ড ১৯৬০ এর দশকে আন্তর্জাতিকভাবে উলাহ্-ইয়োহান ডালের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ভাষা সিমুলার সহ-উদ্ভাবক হিসেবে স্বীকৃতি লাভ করেন।
নিগার্ড ১৯৪৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নরওয়েজীয় প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান-এ পূর্ণ সময়ে কাজ করতেন। তিনি ১৯৪৮ থেকে ১৯৫৪ সালে কম্পিউটিং ও প্রোগ্রামিং এবং ১৯৫২ থেকে ১৯৬০ সাল পর্যন্ত কার্য গবেষণা বিষয়ের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবন[সম্পাদনা]
নিগার্ড নরওয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৬০ এর দশকের মাঝামাঝি ও শেষের দিকে তিনি নরওয়ের লিবারেল পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দলের কৌশল প্রণয়ন কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন।[২] তিনি ১৯৪৯ সালের নরওয়ের সংসদীয় নির্বাচনের প্রার্থী ছিলেন।
১৯৭১ থেকে ২০০১ পর্যন্ত নিগার্ড লেবার পার্টির সদস্য ছিলেন এবং এই দলের গবেষণা নীতি কমিটির সদস্য ছিলেন।
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
নিগার্ড ১৯৫১ সালে জোহানা নিগার্ডকে বিয়ে করেন। জোহানা উন্নয়নশীল রাষ্ট্রসমূহের জন্য প্রদত্ত নরওয়েজীয় সহযোগিতা এজেন্সিতে কর্মরত ছিলেন। তাদের তিন সন্তান ও সাত নাতি-নাতনী ছিল।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ MacTutor History of Mathematics
- ↑ Nygaard, Kristen (১৯৯৬)। ""Those Were the Days"? Or "Heroic Times Are Here Again"?"। Scandinavian Journal of Information Systems। 8 (2): 91–108।. See in particular p. 97.
বহিঃসংযোগ[সম্পাদনা]
