ক্রিস্টিনা আখিবা
ক্রিস্টিনা আখিবা | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | অস্ট্রেলীয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১২–বর্তমান |
ওয়েবসাইট | www |
ক্রিস্টিনা আখিবা (জন্ম: ১ নভেম্বর ১৯৮৬) হলেন একজন অস্ট্রেলীয় অভিনেত্রী এবং মডেল। ২০১৩ সালে, তিনি হিন্দি চলচ্চিত্র ইয়ামলা পাগলা দিওয়ানা ২-এ অভিনয় করার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। পরবর্তীতে, তিনি তেলুগু চলচ্চিত্র গালিপটম এ অভিনয় করেছেন, যেটি ২০১৪ সালে মুক্তি পেয়েছে। তিনি উপেন্দ্র প্রযোজিত ছবি উপ্পি ২-এ অভিনয় করার মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ক্রিস্টিনা আখিবা ১৯৮৬ সালের ১ নভেম্বর তারিখে রাশিয়ার খাবারোভস্কে, তাজিকিস্তান-রুশ পিতা এবং রুশ মায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ৭ বছর বয়সে ক্রিস্টিনা অস্ট্রেলিয়ায় পাড়ি জমান, যেখানে তিনি তাঁর স্কুল জীবনের বাকি সময় কাটিয়েছিলেন।[১] মাত্র ২১ বছর বয়সে, সিঙ্গাপুরের এক মডেলিং প্রতিনিধি তাঁকে ৩ মাসের জন্য মডেলিং চুক্তির প্রস্তাব দেয়, তিনি তা গ্রহণ করেন। অতঃপর তিনি প্রায় ৬ বছর যাবৎ উক্ত সংস্থার জন্য একজন মডেল হিসেবে কাজ করেছেন। তাঁর এই মডেলিং জীবনের সূত্রে তিনি ভারতসহ ৬টি ভিন্ন দেশে বসবাস করেছেন।[২]
পেশা জীবন
[সম্পাদনা]ক্রিস্টিনা আখিবা একজন পূর্ণকালীন মডেল হওয়ার পূর্বে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ফিল্ম অ্যান্ড টিভি একাডেমি হতে অভিনয় বিষয়ে শিক্ষা গ্রহণ করেছেন।[৩] তিনি বিশ্বব্যাপী ৬ বছর যাবত মডেলিংয়ের কাজ করেছেন এবং এই সময়কালে তিনি ৬টি ভিন্ন দেশে বাস করেছেন।[২] তিনি পালমোলাইভ, সানসিল্ক, ভ্যাসলিন লোশন, ডিশ টিভির মতো নামকরা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন[৪] এবং বিশ্বব্যাপী অনেক ফ্যাশন ও জুয়েলারী প্রতিষ্ঠানের মুখপাত্র ছিলেন।
ভারতে মডেলিংয়ের কাজ করাকালীন তিনি সংগীত শিবনের প্রহসনমূলক অ্যাকশন চলচ্চিত্র ইয়ামলা পাগলা দিওয়ানা ২-এ সানি দেওলের বিপরীতে প্রধান চরিত্রে অডিশন দিয়েছিলেন। বিদেশি মুখের সন্ধানে থাকা চলচ্চিত্র নির্মাতা তাঁকে বেছে নিয়েছিলেন[২] এবং অতঃপর ক্রিস্টিনা আখিবা মডেলিং থেকে বিরতি নেন।[৫][৬] ২০১২ সালে আগস্ট মাসে ইয়ামলা পাগলা দিওয়ানা ২-এ তাঁর কাজ করার বিষয়টি নিশ্চিত হয়েছিল।[৭] চিত্রগ্রহণের সময় তিনি হিন্দি ভাষা শিখেছিলেন এবং সম্পাদনার সময় নিজের কন্ঠ নিজেই দিয়েছেন।[৮] দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুজ কুমার ইয়ামলা পাগলা দিওয়ানা ২-এ ক্রিস্টিনা আখিবার অন্তর্ভুক্তি সম্পর্কে বলেছিলেন যে, "আমি তাঁকে (ক্রিস্টিনা আখিবা) [সানির] কন্যার চরিত্রে উপযুক্ত বলে মনে করেছিলাম।"[৯] তিনি চলচ্চিত্রটির সমালোচনা করে বলেছিলেন যে, "এই চলচ্চিত্রের পটভূমি হচ্ছে 'অযৌক্তিক'"।[১০] দেওলের বাবা ধর্মেন্দ্র (যিনি এই চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন) বলেছিলেন যে, "আমি [দেওলের] চরিত্রটিতে অভিনয় করতে চেয়েছিলাম যেন আমি তার (ক্রিস্টিনা আখিবা) সাথে রোম্যান্স করতে পারি"।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kristina Akheeva acting career"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ ক খ গ "The Kudi Who Backpacks"। The Pioneer। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ "Get to know this Russian beauty"। The Tribune। Chandigarh। ১২ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ Marwah, Navdeep Kaur (২০ জুলাই ২০১১)। "Advertising infidelity"। Hindustan Times। New Delhi: HT Media। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ "Borders and language no bar"। The Hindu। The Hindu Group। ৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ Vijayakar, Rajiv (১৪ এপ্রিল ২০১৩)। "Sunny side of films"। Deccan Herald। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ "Kristina's new adventure"। The Hindu। The Hindu Group। ২৪ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ "He-man & his hot brood"। The Tribune। Chandigarh। ২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ "Making a mark in B-town"। Deccan Herald। ৫ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ Kumar, Anuj (৯ জুন ২০১৩)। "Nonsensical plot"। The Hindu। The Hindu Group। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ Press Trust of India (৩ জুন ২০১৩)। "Destroyed myself as actor with my drinking habit: Dharmendra"। Deccan Herald। New Delhi। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জীবিত ব্যক্তি
- ১৯৮৬-এ জন্ম
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- ২১শ শতাব্দীর অস্ট্রেলীয় অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- অস্ট্রেলীয় চলচ্চিত্র অভিনেত্রী
- অস্ট্রেলীয় নারী মডেল
- রুশ চলচ্চিত্র অভিনেত্রী
- রুশ নারী মডেল
- ২১শ শতাব্দীর রুশ অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্রে ইউরোপীয় বংশোদ্ভূত অভিনেত্রী