এলফ্রিডে ইয়েলিনেক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলফ্রিডে ইয়েলিনেক
২০০৪ সালে এলফ্রিডে ইয়েলিনেক
২০০৪ সালে এলফ্রিডে ইয়েলিনেক
জন্ম (1946-10-20) ২০ অক্টোবর ১৯৪৬ (বয়স ৭৭)
মুরৎজুশ্লাগ, স্টুরিয়া, অস্ট্রিয়া
পেশানাট্যকার, ঔপন্যাসিক
জাতীয়তাঅস্ট্রীয়
ধরননারীবাদী, সামাজিক সমালোচনা, পোস্টড্রামাটিক থিয়েটার
উল্লেখযোগ্য রচনাবলিডি ক্লাভিরস্পিলারিন, লাস্ট, গির
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্যে নোবেল পুরস্কার
২০০৪

স্বাক্ষর
ওয়েবসাইট
এলফ্রিডে

এলফ্রিডে ইয়েলিনেক (জার্মান ভাষায়: Elfriede Jelinek) (জন্ম: ২০শে অক্টোবর, ১৯৪৬) প্রখ্যাত অস্ট্রীয় নাট্যকার ও ঔপন্যাসিক। তিনি ২০০৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। [১] তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে ডি ক্লাভিরস্পিলারিন, আন্তর্জাতিক পরিমণ্ডলে যা দ্য পিয়ানো টিচার নামে পরিচিত। এই উপন্যাস থেকে ২০০১ সালে মিখায়েল হানেকে ফরাসি ভাষায় একটি সিনেমা নির্মাণ করেছেন।

জীবনী[সম্পাদনা]

এলফ্রিডে ইয়েলিনেক ১৯৪৬ সালের ২০ অক্টোবরে অস্ট্রিয়ার স্টাইরিয়ার মারজুসুশ্লাগে জন্মগ্রহণ করেন। তার পিতা ফ্রেডরিক জেলিনেক এবং মাতা ইলোনা (ন্যাই বুচনার)। তিনি ভিয়েনায় তার রোমানিয়ান-জার্মান ক্যাথলিক মা এবং চেক ইহুদি পিতার (তার উপাধি "জিলাইনেক" চেক ভাষায়; অর্থ "ছোট হরিণ") পরিচর্যায় বেড়ে ওঠেন।[২][৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Elfriede Jelinek"। Contemporary Literary Criticism169। Gale। মার্চ ২০০৩। পৃষ্ঠা 67–155। 
  2. "Elfriede Jelinek biography"। notablebiographies.com। ২৩ মার্চ ২০০৫। 
  3. "Elfriede Jelinek: Introduction"eNotes। ১৫ জুন ২০০২। 
  4. Elfriede Jelinek profile, The Poetry Foundation website; retrieved 7 September 2013.