এর্নাকুলাম
এর্নাকুলাম എറണാകുളം | |
---|---|
কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা | |
এর্নাকুলাম | |
স্থানাঙ্ক: ৯°৫৮′৫৩.৮″ উত্তর ৭৬°১৭′৫৯.৬″ পূর্ব / ৯.৯৮১৬১১° উত্তর ৭৬.২৯৯৮৮৯° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | কেরল |
জেলা | এর্নাকুলাম |
শহর | কোচি |
সরকার | |
• ধরন | পৌরসংস্থা |
• শাসক | কোচি পৌরসংস্থা |
উচ্চতা | ২২.৩৬ মিটার (৭৩.৩৬ ফুট) |
ভাষা | |
• সরকারি | মালয়ালম |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+5:30) |
টেলিফোন কোড | +৯১৪৮৪xxxxxxx |
যানবাহন নিবন্ধন | KL-07 |
লোকসভা কেন্দ্র | এর্নাকুলাম |
ওয়েবসাইট | www |
এর্নাকুলাম (মালয়ালম: എറണാകുളം, প্রতিবর্ণী. এর্অণাকুল়ম্, উচ্চারণ [erɐɳɐːkuɭɐm] ) ভারতের কেরল রাজ্যের কোচি শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা। এর্নাকুলাম জেলার নাম এই এলাকার নাম থেকে উদ্ভূত।[১] কেরল উচ্চ আদালত, কোচি পৌরসংস্থার কার্যালয় এবং কোচিন শিপইয়ার্ডের মতো বিভিন্ন প্রধান প্রতিষ্ঠান এখানে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]এর্নাকুলাম প্রাচীন ও মধ্যযুগে কেরল ও বহির্বিশ্বের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দাবি রাখতে পারে।[২] এর্নাকুলামের আদি রাজনৈতিক ইতিহাস সঙ্গম যুগের চের রাজবংশের সঙ্গে সম্পর্কিত। চের রাজবংশ কেরল ও তামিলনাড়ুর এক বিরাট অংশের উপর শাসন করেছিল। এরপর এর্নাকুলাম কোচিন রাজ্যের অধীনস্থ হয়েছিল।[৩]
যদিও ১৮১৪-এর ইঙ্গ-ওলন্দাজ চুক্তির সময় থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাঁবেদার,[৪] ১৮৪০ সাল নাগাদ কোচিন রাজ্যের রাজা দ্বাদশ রাম বর্ম তাঁর রাজধানী মাট্টানচেরি থেকে ত্রিপিনিতুরায় স্থানান্তর করেছিলেন।[৫] ১৮৬৬ সালে মাদ্রাজ টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৮৬৫ অনুযায়ী ফোর্ট কোচিন পৌরসভা স্থাপন করা হয়েছিল, এবং ১৮৮৩ সালে প্রথম পৌর নির্বাচন করা হয়েছিল। ১৯১০ সালে এর্নাকুলাম পৌরসভায় পরিণত হয়েছিল।[৫] ১৯১১ সালের প্রথম রাজ্য আদমশুমারিতে এর্নাকুলামের জনসংখ্যা ছিল ২১,৯০১ জন, যার মধ্যে ১১,১৯৭ জন হিন্দু, ৯,৩৫৭ জন খ্রিস্টান, ৯৩৫ জন মুসলিম ও ৪১২ জন ইহুদি।[৬]
ভূগোল
[সম্পাদনা]এর্নাকুলাম জেলা ভারতের মধ্য কেরল অঞ্চলে অবস্থিত। এর্নাকুলাম ৯°৫৮′৫৩.৮″ উত্তর ৭৬°১৭′৫৯.৬″ পূর্ব / ৯.৯৮১৬১১° উত্তর ৭৬.২৯৯৮৮৯° পূর্ব স্থানাঙ্কে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ২২.৩৬ মিটার (৭৩.৪ ফু) উচ্চতায় অবস্থিত।
অর্থনীতি
[সম্পাদনা]নভেম্বর ২০১২-এ এর্নাকুলামকে ভারতের ১০০% ব্যাঙ্কিং উপলব্ধ এমন প্রথম জেলায় পরিণত করার লক্ষ্য ছিল, যাতে স্বেচ্ছায় বহিষ্কার ব্যতীত সমস্ত পরিবারের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে।[৭]
বিগত কয়েক দশকে এর্নাকুলাম তথা কোচির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ব্যাপক হারে নগরায়ণ হয়েছে, যার ফলে এটি শহরের অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। ১৯৭২ সালে রবিপুরম ও কাচেরিপাড়ির মধ্যে সংযোগকারী এমজি রোড উদ্বোধনের পর এই পরিবর্তনের প্রথম আঁচ ধরা পড়েছিল। ১৯৭০-এর দশকে শেষে গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটি (জিসিডিএ) এমজি রোডের পশ্চিমে মেরিন ড্রাইভ তৈরি করেছিল, যার ফলে এলাকার উন্নয়নে এক নতুন মাত্রা লাভ করেছিল। এর ফলে মেরিন ড্রাইভ ও এমজি রোড কোচির অর্থনৈতিক কার্যকলাপের মেরুদণ্ডে পরিণত হয়েছে, এবং এরপর থেকে এটি শহরের চতুর্দিকে বিস্তারের কেন্দ্র হিসাবে কাজ করতে লাগল।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Manorama Online | Kochi Beaches"। Week.manoramaonline.com। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১২।
- ↑ "History of Ernakulam, Background Details of Ernakulam"। www.ernakulamonline.in। ২০২০-১১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩১।
- ↑ Menon, Anasuya (২০১৩-০৪-১৮)। "The quaint Ernakulam bazaar"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩১।
- ↑ Maloni, Ruby (২০২১)। "Indian Maritime Centres: Foreland and Hinterland"। The Route to European Hegemony: India's Intra-Asian Trade in the Early Modern Period (Sixteenth to Eighteenth Centuries)। Abingdon, England: Routledge। পৃষ্ঠা 41–105, page 77। আইএসবিএন 978-0-367-75642-0।
- ↑ ক খ Pradeep, K. (২৪ অক্টোবর ২০১৩)। "A system in place"। The Hindu। Archived from the original on ২৮ অক্টোবর ২০১৩।
- ↑ Imperial Gazetteer of India, Provincial Series, Madras II: The Southern and West Coast Districts, Native States, and French Possessions। ১৯০৮। পৃষ্ঠা 454।
- ↑ "Business Line : Industry & Economy / Banking : Ernakulam to be declared first district with 100% banking"। ২০১৩-০২-০১। ১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩১।
- ↑ "MG Road losing its prime position: MG Road losing its prime position as central business district | Kochi News - Times of India"। The Times of India।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- উইকিমিডিয়া কমন্সে এর্নাকুলাম সম্পর্কিত মিডিয়া দেখুন।