উবুন্টু মোবাইল সংস্করণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উবুন্টু মোবাইল থেকে পুনর্নির্দেশিত)
উবুন্টু মোবাইল
উবুন্টু ডেস্কটপ মোবাইল ইন্টারফেস
ডেভলপারক্যানোনিকাল লিমিটেড
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থারহিত
উবুন্টু টাচে স্থানান্তর
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তি৮.০৪.১ / ৩০ জুলাই ২০০৮; ১৫ বছর আগে (2008-07-30)
ভাষাসমূহইংরেজি
প্ল্যাটফর্মইনটেল মোবাইল ইন্টারনেট ডিভাইস
ব্যবহারকারী ইন্টারফেসহিল্ডন (গ্নোম ফ্রেমওয়ার্ক)
লাইসেন্সপ্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স / অন্যান্য
ওয়েবসাইটwww.ubuntu.com%20www.ubuntu.com

উবুন্টু মোবাইল ইন্টারনেট ডিভাইস সংস্করণ (ইংরেজি: Ubuntu Mobile Internet Device Edition) ইনটেল মোবাইল ইন্টারনেট ডিভাইসের জন্যে রহিত উবুন্টু ডিস্ট্রিবিউশন। গুই হিসেবে এটি গ্নোম ফ্রেমওয়ার্ক হিল্ডন ব্যবহার করে।

ইকুইপমেন্ট প্রোডিউসার তাদের ডিস্ট্রিবিউশন পরিবর্তন করে ফ্ল্যাশ, জাভা অথবা কাস্টম ইন্টারফেস যোগ করতে সমর্থ হওয়া উচিত।[১]

উবুন্টু মোবাইলের উন্নয়ন ২০০৯ সালে রহিত করা হয় এবং জানুয়ারি ২, ২০১৩ সালে উবুন্টু ফর ফোন ঘোষণা করা হয়।[২][৩]

বৈশিষ্ট[সম্পাদনা]

ক্যানোনিকাল অনুযায়ী উবুন্টু পূর্ণ ওয়েব ২.০ অভিজ্ঞতা প্রদান করবে। পরবর্তীতে নিয়মিত হালনাগাদের সাথে ওয়েব ব্রাউজিং, ইমেইল, মিডিয়া, ক্যামেরা, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ইন্সট্যান্ট ম্যাসেজিং, জিপিএস, ব্লগ, গেম, কন্টাক্ট, এবং দিনলিপি (ক্যালেন্ডার) যুক্ত হতে যাচ্ছিলো। টাচস্ক্রিন ব্যবহার করে পূর্ণ ব্যবহারযোগ্যতা প্রদানের মত করে উবুন্টু টাচ ডিজাইন করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ubuntu Mobile Edition"। ২০০৮-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১১ 
  2. Ubuntu Phone OS Unveiled by Canonical | OMG! Ubuntu!
  3. Canonical unveils Ubuntu phone OS that doubles as a “full PC” | Ars Tehnica

বহিঃসংযোগ[সম্পাদনা]