উবুন্টু জেইওএস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উবুন্টু জেইওএস
উবুন্টু লোগো
Ubuntu jeOS 8.04.png
উবুন্টু জেইওএস ৮.০৪
ডেভলপারক্যানোনিকাল লিমিটেড/উবুন্টু ফাউন্ডেশন
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাবর্তমান
সোর্স মডেলফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার
সর্বশেষ মুক্তিউবুন্টু ১২.১০-এর অংশ / ১৮ অক্টোবর ২০১২; ১০ বছর আগে (2012-10-18)
ভাষাসমূহবহুভাষিক
প্ল্যাটফর্মIA-32, x86-64, lpia, SPARC, PowerPC, ARM, IA-64
কার্নেলের ধরনমনলিথিক লিনাক্স কার্নেল
ব্যবহারকারী ইন্টারফেসকমান্ড লাইন ভিত্তিক, রিপোজিটরীর মাধ্যমে গ্রাফিকাল ইউজার ইন্টারফেস পাওয়া যাবে
লাইসেন্সপ্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স এবং অন্যান্য
ওয়েবসাইটUbuntu JeOS official website

উবুন্টু জেইওএস (উচ্চারণ করা হয় "জুস/juice"; ইংরেজিতে Ubuntu JeOS) একটি উবুন্টু ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন। এটি এমন একটি ডিস্ট্রিবিউশন যা মূলত ভার্চুয়াল প্লাটফর্মে ব্যবহার করার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে।[১][২] ভার্চুয়াল প্লাটফর্মে ব্যবহার করার জন্য একটি অপারেটিং সিস্টেমের গঠন কেমন হওয়ার উচিত এটি দেখানোর জন্যই মূলত এটি তৈরী করা হয়েছে।[৩] জেইওএস এর পূর্নাঙ্গ রূপ হল "Just enough Operating System

উবুন্টু জেইওএস ৭.১০ (গাস্টি গিবন) হল এর প্রথম প্রকাশিত সংস্করণ। উবুন্টু ৮.১০ প্রকাশের আগ পর্যন্ত এটি উবুন্টু সার্বার সংস্করণের সাথে অতিরিক্ত হিসাবে ব্যবহারের সুযোগ দেয়া হত।[৪]

যে সকল প্লাটফর্ম সমর্থন করে[সম্পাদনা]

জিইওএস এর সর্বশেষ সংস্করণটি ভার্চুয়ালাইজেশন প্রযুক্তি যেমন ভিএমওয়্যার এবং লিনাক্স কার্নেল ভিত্তিক ভার্চুয়াল মেশিন সমূহের জন্য বিশেষভাবে তৈরী করা হয়েছে।[৫]

বৈশিষ্টসমূহ[সম্পাদনা]

৮.১০ এবং এর পরবর্তী সংস্করণ সমূহে যেসকল বৈশিষ্ট অন্তর্ভুক্ত করা হয়েছে[৫]:

  • উবুন্টু সার্ভার সংস্করণ আইএসও ইমেজের অংশ
  • ইনস্টলের জন্য ৩৮০ মেগাবাইটেরও কম জায়গা প্রয়োজন
  • বিশেষ ধরনের সার্ভার কার্নেল(ভার্চুয়াল) ব্যবহার করা হয়
  • ভিএমওয়্যার ইএসএক্স, ভিএমওয়্যার সার্ভার এবং কার্নেল ভিত্তিক ভার্চুয়াল মেশিন সমূহের জন্য বিশেষভাবে তৈরী
  • ইন্টেল অথবা এএমডি এক্স৮৬ আর্কিটেকচার সমর্থন করে
  • ন্যূনতম ১২৮ মেগাবাইট মেমরী প্রয়োজন
  • সার্ভার ভার্চুয়াল মেশিনের উপযোগী করে তৈরী বলে গ্রাফিকাল ইউজার ইন্টারফেস যুক্ত করা হয়নিnces

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://lists.ubuntu.com/archives/ubuntu-announce/2007-November/000106.html
  2. "Ubuntu 10.04 Server Guide"। ১৫ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১০ 
  3. http://blogs.vmware.com/console/2007/07/get-juiced.html
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১০ 
  5. "Ubuntu Server Edition JeOS"। সংগ্রহের তারিখ ২০১০-০৪-২৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]