ইউস্প্ল্যাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Usplash.
ডেবিয়ান লিনাক্সে ইউস্প্ল্যাশ বুটস্ক্রীন

ইউস্প্ল্যাশ (ইংরেজি: Usplash) হল উবুন্টু কমিউনিটি পরিচালিত একটি সফটওয়্যার প্রকল্প। লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম বুট করার সময় যে লেখাসমূহ তালিকা আকারে প্রদর্শন করা হয় ইউস্প্ল্যাশ সেটির বিকল্প হিসাবে একটি গ্রাফিকাল স্প্ল্যাশ স্ক্রীন প্রদর্শন করে। বুটস্প্ল্যাশ এর বিকল্প হিসাবে এটি তৈরী করা হয়েছে। বুটস্প্ল্যাশ কার্নেল স্পেস থেকে যে কাজটি করতো, ইউস্প্ল্যাশ ঠিক একই কাজ করতে পারে ইউজার স্পেস থেকে। এরফলে ইউস্প্ল্যাশ এর নতুন সংস্করণ অন্তর্ভুকত করার জন্য কার্নপল নতুন করে কম্পাইল করতে হয় না।

ইউস্প্ল্যাশ লিনাক্স ফ্রেমবাফার ইন্টারফেস অথবা বিকল্প হিসাবে সরাসরি ভিইএসএ এর মাধ্যমে স্প্ল্যাশ স্ক্রীনটি প্রদর্শন করে।

উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা) সংস্করণরে প্রাথমিকভাবে ইউস্প্ল্যাশ বুট শুরু করার পর এক্সস্প্ল্যাশ পূর্ণাঙ্গ বুট সম্পন্ন করে। উবুন্টু ১০.১০ (লুসিড লিংক্স) সংস্করণে ইউস্প্ল্যাশ এর পরিবর্তে পূর্ণাঙ্গ ভাবে প্লাইমাউথ ব্যবহার করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]