উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অফলাইন/রাজশাহী
অবয়ব
উইকিপিডিয়া ১৫
|
অফলাইন কার্যক্রম
|
অনলাইন কার্যক্রম
|
চিত্রশালা
|
আলোচনা
|
উইকিপিডিয়া আড্ডা ও ভালো নিবন্ধ পর্যালোচনা
[সম্পাদনা]উইকিপিডিয়া ১৫ উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে এবং রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়ের সহযোগিতায় ১১ ডিসেম্বর রাজশাহীতে একটি উইকিপিডিয়া আড্ডা অনুষ্ঠিত হয়।
১১ই ডিসেম্বর ২০১৫
[সম্পাদনা]১১ই ডিসেম্বর অনুষ্ঠিত উইকিপিডিয়া আড্ডায় উইকিপিডিয়ার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা প্রাথমিক আলোচনা হয় এবং ১০টি নিবন্ধ পর্যালোচনা করে ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়। আড্ডায় মোট ৯ জন উইকিপিডিয়ান উপস্থিত ছিলেন।
- স্থান: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া
- ঠিকানা: মতিহার, রাজশাহী, বাংলাদেশ [গুগল মানচিত্রে অবস্থান (রাজশাহী বিশ্ববিদ্যালয়)]
- সময়: ১১ই ডিসেম্বর, ২০১৫। বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত।
- যোগাযোগ: Masum-al-hasan (আলাপ · অবদান)
- অংশগ্রহণকারী
- Masum-al-hasan (আলাপ · অবদান · ইমেইল)
- nahidnaim (আলাপ · অবদান · ইমেইল)
- মুসফিক মুন্না (আলাপ · অবদান · ইমেইল)
- Nahid.rajbd (আলাপ · অবদান · ইমেইল)
- Tapu Mondol (আলাপ · অবদান · ইমেইল)
- kbtonmoy (আলাপ · অবদান · ইমেইল)
- RAFIUL ISLAM RAFI (আলাপ · অবদান · ইমেইল)
- Ripon1971 (আলাপ · অবদান · ইমেইল)
- AZAMANSAGOR (আলাপ · অবদান · ইমেইল)
- আলোচনা/পরিকল্পনা
- উইকিপিডিয়ানদের নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিকরণ।
- স্কুল ও কলেজে আয়োজিত অনুষ্ঠানসমূহে শিক্ষার্থীদের সক্রিয় এবং স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণ।
- বিষয়ভিত্তিক নিবন্ধ বাড়ানো; অর্থাৎ অধিক প্রয়োজনীয় নিবন্ধসমূহের সংখ্যা বৃদ্ধিকরণ।
- জেলাভিত্তিক উৎসাহমূলক অনলাইন-প্রতিযোগিতা প্রচলন।
- অনলাইন প্রচারণা চালানো।
- ভালো নিবন্ধ
- ম্যানচেস্টার ইউনাইটেড এফ.সি.- আর্সেনাল এফ.সি. কলহ (১৯৯০)
- মরিশাস জাতীয় মহিলা ফুটবল দল
- কোদণ্ডরাম মন্দির, ওন্টিমিট্ট
- নিউ ইয়র্ক স্টেট রুট ১৬৪
- উসামা ইবনে মুনকিজ
- বিঙ্কি (মেরু ভালুক)
- সলিল আঙ্কোলা
- স্পেস স্টোরিস
- পোল্ড ডরসেট
- ব্যাঙ ব্যাটারি
- ওয়েলার হল
- হাসিব আহসান
- কমন্সের চিত্র