উইকিপিডিয়া:অপসারণ পর্যালোচনা/হোসাইন মোহাম্মদ সেলিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হোসাইন মোহাম্মদ সেলিম[সম্পাদনা]

হোসাইন মোহাম্মদ সেলিম (আলাপ|সম্পাদনা|ইতিহাস|লগ|সংযোগ|নজরে রাখুন) (XfD|পুনরুদ্ধার)

প্রশ্নের উত্তর না দিয়ে শুধুমাত্র তথ্যসূত্রের অভাব দেখিয়ে তো অপসারণ করা উচিত নয়৷ হেযবুত তওহীদকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে; অর্থাৎ দল ও দলের প্রধান সেই ধারাবাহিকতায়ই উল্লেখযোগ্য প্রমাণিত হয় বা হন। আমি পর্যালোচনায় প্রশ্নগুলো রেখেছি, সেটা চোখ এড়িয়ে যাওয়ার কারণ উপলব্ধি করতে পারলাম না। (অপসারণকারী @নাহিদ ভাইকে উল্লেখ করলাম।)~ খাত্তাব ( | | ) ১৪:২২, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান @RockyMasum @প্রশাসক উত্তর দিয়ে অপসারণ পর্যালোচনাটিতে একটি সিদ্ধান্তে পৌঁছার অনুরোধ করছি। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৪:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান: নাহিদ ভাই ব্যাখ্যাসহ অপসারণ করেছেন, উনি বলেনি যে ব্যক্তিটি উল্লেখযোগ্য নন। উনি তথ্যসূত্রের কথা বলেছেন। আমার মনে হয় যথেস্ট আলোচনা হয়েছে। আপনি যদি সন্তুষ্ট না হোন তাহলে চাইলে উপযুক্ত তথ্য ও তথ্যসূত্রসহ নতুন করে আবার তৈরি করতে পারেন, এতে তো আর বাধা নেই।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৭:০৯, ১০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি দীর্ঘদিন উন্মুক্ত থাকার পরও কোনও ঐকমত্য হয়নি। Yahya (আলাপ) ১৭:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]