ইসেকাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসেকাই (জাপানিঃ 異世界 " ভিন্ন দুনিয়া " বা "ভিন্ন জগৎ") হল অনুমানমূলক কথাসাহিত্যের একটি জনরা- এতে পোর্টাল ফ্যান্টাসি এবং কল্পবিজ্ঞান উভয়ই অন্তর্ভুক্ত। উপন্যাস, লাইট নভেল , ফিল্ম, মাঙ্গা, অ্যানিমে এবং ভিডিও গেমে এই জনরার উপস্থিতি পাওয়া যায়। এ ধরণের গল্প একজন বাস্তুচ্যুত ব্যক্তি বা লোকেদের নিয়ে ঘোরে, যাদেরকে অন্য জগতে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ওই জগতে বেঁচে থাকতে হয়। যেমন, জগৎটি হতে পারে কাল্পনিক দুনিয়া, ভার্চুয়াল দুনিয়া বা সমান্তরাল মহাবিশ্ব।.[১] যদি প্রধান চরিত্রগুলিকে একটি গেমের মতো বিশ্বে স্থানান্তরিত করা হয়, তাহলে জেনারটি LitRPG (লিট-আর-পিজি )-এর সাথে সমাপতিত হতে পারে।

ইসিকাইয়ের ধারণাটি জাপানি লোককাহিনী থেকে শুরু হয়েছিল, যেমন উরাশিমা তারো । তবে, প্রথম আধুনিক ইসকাই কাজ ছিল হারুকা তাকাচিহো-র উপন্যাস ভিন্ন দুনিয়ার যোদ্ধা এবং ইয়োশিউকি তোমিনোর টেলিভিশন ধারাবাহিক অরা ব্যাটলার ডানবাইন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mendlesohn, "Introduction: The Portal-Quest Fantasy"