বিষয়বস্তুতে চলুন

ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০
লেখকবারবারা ডি. মেটকাল্ফ
মূল শিরোনামIslamic Revival in British India: Deoband, 1860-1900
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
বিষয়দেওবন্দ আন্দোলন
প্রকাশিত১৯৮২
প্রকাশকপ্রিন্সটন বিশ্ববিদ্যালয় প্রেস
মিডিয়া ধরন
পৃষ্ঠাসংখ্যা৪০২
আইএসবিএন ৯৭৮১৪০০৮৫৬১০৭
ওসিএলসি৮৮৯২৫২১৩১
ওয়েবসাইটprinceton.edu

ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০ (ইংরেজি: Islamic Revival in British India: Deoband, 1860-1900) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বারবারা ডি. মেটকাল্ফ রচিত একটি গবেষণা গ্রন্থ। ১৯৮২ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় প্রেস থেকে বইটি প্রকাশিত হয়। বইটির মূল আলোচ্য বিষয় ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার ছোট্ট গ্রাম দেওবন্দে সৃষ্টি হওয়া দেওবন্দ আন্দোলনদারুল উলুম দেওবন্দের প্রথম ৪০ বছর।

বিষয়বস্তু

[সম্পাদনা]

বইটির শুরুতে ইসলামি পুনর্জাগরণের ধরন বর্ণনা করা হয়েছে। তারপর অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে আলেমদের পরিবর্তন ব্যাখ্যা করা হয়েছে। এর পরবর্তী অধ্যায়ের শিরোনাম দেওবন্দ আন্দোলন ও মতবাদ। এ অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় দারুল উলুম দেওবন্দ। তারপরের আলোচ্য বিষয় দারুল উলুম দেওবন্দ থেকে সৃষ্টি হওয়া ধর্মীয় নেতৃত্ব। লেখক দুইভাগে এই ধর্মীয় নেতৃত্ব নিয়ে আলোচনা করেছেন: মুফতি ও শায়খ এবং লেখক ও বিতার্কিক। এ অধ্যায়ের শেষ আলোচ্য বিষয় দেওবন্দি আলেমদের সামাজিক পরিবেশ। শেষ অধ্যায়ে লেখক দেওবন্দ আন্দোলনের সমসাময়িক আরও কিছু আন্দোলন নিয়ে আলোচনা করে গ্রন্থটির ইতি টেনেছেন।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]