ইরানি মসজিদ, সাতওয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইরানি মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিশিয়া ইসলাম
অবস্থান
অবস্থানআল ওয়াসল সড়ক, আল সাতওয়া (নিকটে জুমিরাহ), দুবাই, সংযুক্ত আরব আমিরাত
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীপার্সিয়ান স্থাপত্য এবং আপাতদৃষ্টিতে-ফাতিমিড স্থাপত্য
সম্পূর্ণ হয়১৯৭৯

ইরানি মসজিদ ( ইমাম হুসেন মসজিদ নামেও পরিচিত) দুবাইয়ের সাতওয়াতে অবস্থিত ইরানি সম্প্রদায়ের একটি প্রতিষ্ঠিত শিয়া মসজিদ।

ইরানি মসজিদ, সাতওয়া
জুমিরাহ মসজিদ

এটি জুমিরাহ মসজিদ থেকে কিছুটা দূরে আল ওয়াসল সড়কে অবস্থিত। এর স্থাপত্যটি রাস্তা বরাবর ইরানি হাসপাতালের বাইরের অংশের মতো অর্ধ-ফাতিমিড এবং পারস্য স্থাপত্যে আদলে অনুপ্রাণিত হয় ভবনের বহির্ভাগ এবং গম্বুজটি ঐতিহ্যবাহী নীল টালি দিয়ে আবৃত করা হয়েছে।[১][২] মসজিদটি ২,৫০০ বর্গমিটার এলাকা নিয়ে গঠিত এবং ১৯৭৯ সালে ইরানি রেড ক্রিসেন্টের সহায়তায় নির্মিত হয়। মসজিদটিতে বেশ কয়েকটি অভ্যন্তরীণ হল এবং কক্ষ রয়েছে এবং এতে আরবি, ফারসি, উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন বিষয় এবং ভাষার ১৪,০০০ টিরও বেশি বইসহ একটি গ্রন্থাগার রয়েছে।[৩] অমুসলিম দর্শনার্থীদের উন্মক্ত রাখার সময়ে মসজিদে শেখ মোহাম্মদ সাংস্কৃতিক বিচারবিশ্লেষণ কেন্দ্র চার সাপ্তাহিক সফর পরিচালনা করে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Thomas, Gavin (২০০৩)। Frommer's Dubai and Abu Dhabi Day by Day। John Wiley & Sons। পৃষ্ঠা 43। আইএসবিএন 9780470684597। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৫ 
  2. "Iranian Mosque"Lonely Planet। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৫ 
  3. "Iranian Mosque Dubai"Dubai Travelator। ২০১৪। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৫