বিষয়বস্তুতে চলুন

ইবরাহীম খাঁ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইব্রাহিম খাঁ থেকে পুনর্নির্দেশিত)
ইবরাহীম খাঁ
জন্ম
ইবরাহীম খাঁ

ফেব্রুয়ারি ১৮৯৪
মৃত্যু২৯ মার্চ, ১৯৭৮
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাএমএ, বি.এল (আইনে স্নাতক)
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাসাহিত্যিক
শিক্ষাবিদ
আইনজীবী
পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার (১৯৬৩)
একুশের পদক (১৯৭৬)

ইবরাহীম খাঁ (ফেব্রুয়ারি ১৮৯৪ - ২৯ মার্চ ১৯৭৮) উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক।[] তিনি বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইলের তৎকালীন ভুঞাপুর থানার অন্তর্গত বিরামদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শাবাজ খাঁ ও মায়ের নাম রতন খানম।[] ইবরাহীম খাঁ ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।

শিক্ষা জীবন

[সম্পাদনা]

ইব্রাহীম খাঁ ১৯০৬ সালে জামালপুরের সরিষাবাড়ির পিংনা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তিনি ১৯১২ সাল পর্যন্ত এখানে অধ্যয়ন করেন। সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ প্রথম মুসলমান ছাত্র যিনি পিংনা উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রাস (বর্তমান এস.এস.সি) পাশ করেন। ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ.পাস করে[] তিনি অধ্যাপনায় নিয়োজিত হন ও করটিয়া সাদত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ১৯২৪ সালে আইনে স্নাতক পাস করে তিনি ময়মনসিংহ বারের আইনজীবী হিসেবে ওকালতি শুরু করেন। তিনি ১৯৪৮ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ছিলেন।[]

সাহিত্য কর্ম

[সম্পাদনা]

ইবরাহীম খাঁ স্মৃতিকথা, শিক্ষা-সাহিত্য-ধর্ম-বিষয়ক প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী, রসরচনা, গল্প, উপন্যাস, ইতিহাস ও জীবনচরিত, শিশু সাহিত্য, পাঠ্য বই ও অনুবাদ মিলিয়ে শতাধিক গ্রন্থ রচনা করেছেন। অনেক দায়িত্বপূর্ণ পদে কর্মব্যস্ত থেকেও অনলসভাবে তিনি বিশাল সাহিত্য ভান্ডার রচনা করেছেন। সাহিত্যের সকল শাখায়ই তিনি স্বচ্ছন্দে সফলতার সঙ্গে পদচারণা করেছেন। মুসলমান সমাজের সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের পুনর্জাগরণের প্রয়াস তার লেখনীতে প্রকাশ পেয়েছে।[]

ব্রিটিশ বিরোধী আন্দোলন

[সম্পাদনা]

ব্রিটিশ ভারতে মুসলমানদের করুণ অবস্থা প্রত্যক্ষ করে মহাপ্রাণ মনীষী ইবরাহীম খাঁ কর্মজীবনের শুরুতেই অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনে জড়িয়ে পড়েন। এই আন্দোলন তার গভীরভাবে জনজীবনের সাথে প্রত্যক্ষ পরিচয়ের ভিত তৈরি করে দেয়। সেই সময় মুসলিম মনে আত্মসম্মানবোধ জাগ্রত করার জন্য তিনি ইতিহাস, সমকালীন জীবন নিয়ে, ইসলামের গৌরবময় অধ্যায় নিয়ে লিখেছেন- এটাকেই তিনি তপস্যা বলেছেন। ব্রিটিশ ভারতে নিগৃহীত পণ্ডিতদেরকে তিনি তার কলেজে সুযোগ দিতেন- এমনকি অন্যত্র বহিষ্কৃত ছাত্ররাও তার আশ্রয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। তিনি তার নিজের বিশ্বাসে দৃঢ় ছিলেন, কিন্তু অন্যের মতবাদকে বিন্দুমাত্র অশ্রদ্ধা করতেন না। উদার মানবতাবাদী ইবরাহীম খাঁর সাহিত্যচর্চার প্রধান উৎসই শিক্ষা এবং সংস্কার- তিনি মূলত সংস্কারকই। অসংখ্য শৈবালদামে আচ্ছন্ন স্রোতধারার সংস্কারকেও কিছুটা বিপ্লবী ভূমিকা গ্রহণ করতে হয়- তিনি তা করেছেন।

উল্লেখযোগ্য গ্রন্থ

[সম্পাদনা]
  • কামাল পাশা
  • আনোয়ার পাশা
  • কাফেলা
  • বৌ বেগম
  • আল বোখারা
  • বাতায়ন
  • ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • ইসলামের মর্মকথা

ছোটদের জন্য গ্রন্থ

[সম্পাদনা]
  • জঙ্গী বেগম
  • নিজাম ডাকাত।
  • বাবর, সালাহউদ্দিন
  • নজরুল ইসলাম
  • আমাদের মহানবী
  • ওমর ফারুক।
  • কবিতায় ক-খ
  • শিয়াল পণ্ডিত
  • ব্যাঘ্র মামা
  • নীল হরিণ
  • দাদুর জাম্বিল
  • খবরাখবর
  • গুলবাগিচা
  • নবজীবনের ঝাণ্ডা বহিল যারা
  • তুর্কী উপকথা
  • ছেলেদের শাহনামা
  • বিচিত্রা।

উপন্যাস ও ছোটগল্প

[সম্পাদনা]
  • বৌ-বেগম
  • লক্ষ্মীছাড়া
  • সোনার শিকল
  • মনীষী মজলিস
  • গল্প দাদুর আসর
  • ওস্তাদ
  • মানুষ
  • গল্পে ফজলুল হক
  • পাখির বিদায়।
  • ভাঙা কুলা।

ধর্মবিষয়ক

[সম্পাদনা]
  • মহানবী মুহম্মদ
  • ইসলাম সোপান
  • ইসলামের মর্মকথা
  • বাংলায় ছোটদের মিলাদুন্নবী
  • মুসলিম জাহানে সংস্কার আন্দোলনের প্রয়োজনীয়তা।
  • হীরক হার

শিক্ষা, সমাজ ও সাহিত্য

[সম্পাদনা]
  • আমাদের শিক্ষা ব্যবস্থা
  • ভাষণগুচ্ছ
  • নজরুলিকী।

অনুবাদ

[সম্পাদনা]
  • সূর্যি মামার রথে,
  • আরব জাতি,
  • নূরমহল,
  • চেঙ্গীজ খাঁ,
  • মহীয়ান সুলায়মান,
  • আইনস্টাইন,
  • ইতিহাসের আগে,
  • বরফের দেশে,
  • জর্জ ওয়াশিংটন,
  • সিন্দবাদ জাহাজী,
  • বাবরের স্মৃতিকথা,
  • আপন চলার বাল্যকাল,
  • খালেদার সমরস্মৃতি,
  • তুর্কী উপকথা,
  • ইতিকাহিনী,
  • ছোটদের জাতিসংঘ,
  • সবাই মিলে গড়লাম যে বাগান

ইংরেজি রচনা

[সম্পাদনা]
  • Anecdotes from Islam
  • Gleanings in golden fields
  • To my students
  • A peep into our Rebel Poet.[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.prothomalo.com/print/news/340528[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "প্রখ্যাত ব্যক্তিত্ব"tangail.gov.bd। ২৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৩ 
  3. "প্রিন্সিপাল ইবরাহীম খাঁ"bdadinfo.com। ১০ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৩ 
  4. "প্রিন্সিপাল ইবরাহীম খাঁর সাহিত্য ভাবনা-আবদুল হালীম খাঁ"The Daily Sangram। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৩ 
  5. http://www.dailynayadiganta.com/detail/news/106247

বহিঃসংযোগ

[সম্পাদনা]