ইন্টারভিউ উইথ হিস্টরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্টারভিউ উইথ হিস্টরি
লেখকওরিয়ানা ফালাচি
দেশইতালি
ভাষাইতালিয়ান
ধরনসাক্ষাতকার
প্রকাশিত১৯৭৬ (ইংরেজি )
আইএসবিএন০-৩৯৫-২৫২২৩-৭

ইন্টারভিউ উইথ হিস্টরি বা ইতিহাসের সাথে সাক্ষাৎকার [১](ইতালীয় ভাষায় ইন্তারভিস্তা কন লা স্তোরিয়া) হলো একটি বই যা ইতালীয় সাংবাদিক এবং লেখক ওরিয়ানা ফালাচির (১৯২৯-২০০৬) এর সাক্ষাৎকারসমগ্র নিয়ে গঠিত, যা তার সময়ের অন্যতম আলোচিত-সমালোচিত সাক্ষাৎকার। তিনি সে সময়ের বিখ্যাত ও বিতর্কিত অনেক বিশ্ব নেতার সাক্ষাৎকার নিয়েছিলেন।[২]

পটভূমি[সম্পাদনা]

১৬জন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎকারগুলি এই বইয়ে এবং নিম্নলিখিত উপস্থাপনের ক্রমে প্রকাশিত হয়েছে:[৩]

লেখক[সম্পাদনা]

ওারয়ানা ফালাচি ইতালি বিখ্যাত নারী সাংবাদক। রোম থেকে প্রকাশত 'এল ইউরোপিও' পত্রিকায় তিনি লেখালেখি করতেন। সত্তরের দশকের প্রায় সময়জুড়ে বিশ্বের বিতর্কিত একাধিখ রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাজনৈতিক ব্যক্তিতের সাক্ষাৎকার গ্রহণ করে আলোচিত হন। এসব সাক্ষাৎকার বিশ্বের প্রধান সকল ভাষায় অনূদিত ও পুনঃ প্রকাশিত হয়। ফালাচির আক্রমণাত্মক প্রশ্র

সাংবাদিকতার নীতিমালা অনুসারে বস্তুনিষ্ঠতা থেকে বহু দূরে এবং সেজন্যে তাকে সমালোচনার শিকার হতে হয়েছে। তিনি যাদের সাক্ষাৎকার নিয়েছেন তাদের অবস্থানও মর্যাদার প্রতি ভ্রুক্ষেপ না করে অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে ফেলেছেন।

কিন্তু যে সাহসিকতার সাথে তিনি জীবনের ঝুঁকি নিয়ে একনায়কদের মুখোমুখি হয়েছেন এবং প্রশ্নবানে জর্জরিত করেছেন তা অনেক ক্ষেত্রেই প্রশংসা পায়।

তার সাক্ষাতকারগুলো বিগত প্রায় তিন দশক ধরেই সমান আবেদন নিয়ে টিকে আছে। ওরিয়ানা ফালাচি যাদের সাক্ষাতকার-গ্রহণ করেছেন তাদের প্রায় সবাই মৃত্যুবরণ করেছে অভ্যুত্থান কিংবা দেশ থেকে নির্বাসিত হয়ে। [৪]

প্রকাশনার ইতিহাস[সম্পাদনা]

  • ইন্টারভিস্তা কন লা স্টোরিয়া, মিলান: রিজোলি, ১৯৭৩; মুদ্রিত মিলান: রিজোলি, ১৯৭৪ (বিবিলিওটেকা ইউনিভার্সাল রিজোলি)।
  • ইন্টারভিউ উইথ হিস্টরি, নিউ ইয়র্ক: লিভারাইট পাবলিশিং কর্পোরেশন, ১৯৭৬, ইতালীয় থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন জন শিপলি; প্রথম ব্রিটিশ সংস্করণ: লন্ডন: মাইকেল জোসেফ, ১৯৭৬; বোস্টন পুনরায় মুদ্রিত: হাউটন মিফলিন কোম্পানি, ১৯৭৭, আইএসবিএন ০-৩৯৫-২৫২২৩-৭
  • প্রসারিত এবং সংশোধিত ইতালিয়ান সংস্করণ: ইন্টারভিস্টা কন লা স্টোরিয়া নুভা এডিজিয়ন ইম্পলিয়তা ই রিভেডুটা, মিলানো: বিবলিওটেকা ইউনিভার্সাল রিজোলি, ১৯৮৫।

বহিঃসংযোগ[সম্পাদনা]

সাক্ষাৎকারটি হেনরি কিসিঞ্জারের "সবচেয়ে বিপর্যয়কর সিদ্ধান্ত" হয়ে উঠল: ওরিয়ানা ফালাকি কীভাবে বিশ্বের সর্বাধিক ভয়ঙ্কর রাজনৈতিক সাক্ষাৎকারে পরিণত হয়েছিল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইন্টারভিউ উইথ হিস্টরী - ওরিয়ানা ফাল্লাচি"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১ 
  2. "The Interview that Became Henry Kissinger's "Most Disastrous Decision""Literary Hub (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-২০। ২০২০-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১ 
  3. Interview With History By Oriana Fallaci, archive.org. Retrieved 26 November 2018.
  4. অনূদিত, আনোয়ার হোসেন মঞ্জু। বিশ্ববিখ্যাত ইটালীয় সাংবাদিক ওরিয়ানা ফালাচির ইন্টারভিউ উইথ হিস্টরি। ঢাকা: আহমদ পাবলিশিং হাউস। পৃষ্ঠা অুনুবাদকের কথা।