আশফাক নিপুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আশফাক নিপুণ থেকে পুনর্নির্দেশিত)
আশফাক নিপুন
জন্ম
চট্টগ্রাম, বাংলাদেশ
পেশাপরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা
কর্মজীবন২০০৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীএলিটা করিম (বি. ২০১৫)
পুরস্কারমেরিল প্রথম আলো পুরস্কার (২ বার)

আশফাক নিপু্ন একজন বাংলাদেশী টেলিভিশন পরিচালক ও লেখক। তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে টেলিভিশনে যাত্রা শুরু করেন। তিনি ২০০৫ সালে নির্মাতা হিসেবে অভিষেক ঘটে। শুরুতে প্রণয়মূলক ও হাস্যরসাত্মক ধারার নাটক নির্মাণ করলেও পরবর্তীকালে তিনি সামাজিক ও রাজনৈতিক ধারার নাটক নির্মাণ করে সমাদৃত হন।[১]

তিনি ২০১৭ সালের দ্বন্দ্ব সমাস টিভি নাটকের জন্য শ্রেষ্ঠ নাট্যকারের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার এবং ২০১৯ সালের এই শহরে টিভি নাটকের জন্য শ্রেষ্ঠ নাট্য নির্দেশকের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। তার নির্মিত আলোচিত ওয়েব ধারাবাহিক মহানগরসাবরিনা

কর্মজীবন[সম্পাদনা]

চট্রগ্রামে বড় হলেও নাট্যজগত নিয়ে বরাবরই আগ্রহী ছিলেন। নির্মাতা হিসেবে কাজ করার ইচ্ছাই একটা সময়ে ঢাকায় নিয়ে আসে তাকে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়ালের মাধ্যমেই নাট্যনির্মাণে এসেছেন আশফাক নিপুন। তিনি ফারুকীর সহকারী হিসেবে কাজ শুরু করেন।

তার নির্মিত প্রথম নাটক মা-য়া। এরপর তিনি নির্মাণ করেন টু ইন ওয়ান। তার প্রথম আলোচিত কাজ হল তাহসানমিথিলা অভিনীত মধুরেনু সমাপয়েৎ। তার নির্মিত অন্যান্য টিভি নাটকের মধ্যে রয়েছে ল্যান্ডফোনের দিনগুলিতে প্রেম (২০১৫), সে এবং সে, সুখের ছাড়পত্র, অবাক ভালোবাসায়, খুঁটিনাটি খুনসুটি, ডাকাতিয়া বাঁশি, মুকিম ব্রাদার্স, কমলা রাঙা রোদ, ছেলেটা কিন্তু ভালো ছিল, কানামাছি ভোঁ ভোঁ, লায়লা তুমি কি আমাকে মিস করো, চাকা, রেইনবো প্রভৃতি।

২০১৭ সালে ঈদুল ফিতরে দীপ্ত টিভি, গাজী টিভি এবং আরটিভিতে একযোগে প্রচারিত হয় আয়নাবাজি অরিজিনাল সিরিজের দ্বন্দ্ব সমাস[২] এই নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকারের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার লাভ করেন।[৩] ২০১৮ সালে ঈদুল ফিতরে প্রচারিত হয় দেশব্যাপী গুম, খুন, ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে নির্মিত ফেরার পথ নেই[৪] এই বছর ঈদুল আযহায় চ্যানেল আইয়ে প্রচারিত হয় প্রশ্ন পত্র ফাঁস নিয়ে নির্মিত সোনালি ডানার চিল[৫] ২০১৯ সালের ঈদুল ফিতরে এনটিভিতে প্রচারিত হয় মিস শিউলী[৬] একই বছরে তিনি নির্মাণ করেন এই শহরে। এই টিভি নাটকের জন্য শ্রেষ্ঠ নাট্য নির্দেশকের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।[৭] ২০২০ সালে ঈদুল আযহায় প্রচারিত হয় টার্ন প্রডাকশনে ব্যানারে নির্মিত টেলিছবি ভিকটিমইতি, মা[৮][৯]

২০২১ সালের ১৫ই জানুয়ারি হইচইয়ে মুক্তি পায় তার নির্মিত ওয়েব চলচ্চিত্র কষ্টনীড়[১০][১১] তারিক আনাম খান, রুনা খান, সাঈদ বাবু, শ্যামল মাওলা, সাবিলা নূরইয়াশ রোহান অভিনীত চলচ্চিত্রটিকে দ্য ডেইলি স্টার "পরিবার নিয়ে একটি চিত্রাকর্ষক ধারাভাষ্য" বলে উল্লেখ করে।[১২] এই কাজের জন্য নিপুন শ্রেষ্ঠ ওয়েব চলচ্চিত্র পরিচালক বিভাগে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার অর্জন করেন।[১৩] একই বছরের ২৫শে জুন হইচইয়ে মুক্তি পায় তার নির্মিত প্রথম ওয়েব ধারাবাহিক মহানগরমোশাররফ করিম অভিনীত ধারাবাহিকটি বিপুল প্রশংসিত হয়। এই কাজের জন্য নিপুন শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিক পরিচালক বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার ও ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার অর্জন করেন।[১৪][১৩] প্রথম কিস্তির চূড়ান্ত পরিণতি ও অমীমাংসিত প্রশ্নের উত্তর নিয়ে ২০২৩ সালের ২০শে এপ্রিল ধারাবাহিকটির দ্বিতীয় কিস্তি মুক্তি পায়।[১৫]

২০২২ সালের ২৫শে মার্চ হইচইয়ে মুক্তি পায় তার ওয়েব ধারাবাহিক সাবরিনা[১৬] এতে নাম ভূমিকায় অভিনয় করেন মেহজাবিন চৌধুরীনাজিয়া হক অর্ষা[১৭][১৮]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

২০১৫ সালে সঙ্গীতশিল্পী এলিটা করিম’কে বিয়ে করেন।[১৯] ২০০৯ সালে তাদের পরিচয়ের শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।[২০]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

টিভি নাটক[সম্পাদনা]

  • মা-য়া
  • টু ইন ওয়ান (২০০৬)
  • মধুরেণ সমাপয়েৎ
  • অবাক ভালোবাসা
  • সাহেব মেমসাহেব
  • অযান্ত্রিক
  • পথের মাঝে গল্প
  • সুখের ছাড়পত্র
  • সে এবং সে
  • ছেলেটা কিন্তু ভালো ছিল
  • খুঁটিনাটি খুনসুটি
  • শুনতে কি পাও
  • মুকিম ব্রাদার্স (২০১০)
  • রেইনবো (২০১৪)
  • আলপনা কাজল (২০১৪)
  • ল্যান্ডফোনের দিনগুলিতে প্রেম (২০১৫)
  • মিডলক্লাস সেন্টিমেন্ট (২০১৫)
  • দ্বন্দ্ব সমাস (২০১৭)
  • ফেরার পথ নেই (২০১৮)
  • সোনালী ডানার চিল (২০১৮)
  • কানামাছি ভোঁ ভোঁ (২০১৮)
  • লায়লা, তুমি কি আমাকে মিস করো (২০১৮)
  • মিস শিউলি (২০১৯)
  • এই শহরে (২০১৯)
  • আগন্তুক (২০২০)
  • ইতি মা (২০২০)
  • ভিকটিম (২০২০)
  • মুখ ও মুখোশের গল্প (২০২০)

ওয়েব চলচ্চিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা প্ল্যাটফর্ম সূত্র.
২০২১ কষ্টনীড় পরিচালক হইচই [২১]

ওয়েব ধারাবাহিক[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা প্ল্যাটফর্ম সূত্র.
২০২১-২০২৩ মহানগর পরিচালক, লেখক হইচই [২২]
২০২২ সাবরিনা পরিচালক হইচই [২৩]
আসন্ন কমন ম্যান পরিচালক হইচই

অভিনয়[সম্পাদনা]

  • ঊন-মানুষ (২০০৬)
  • টু ইন ওয়ান (২০০৬)
  • ফার্স্ট ডেট (২০০৯)
  • উপসংহার

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

মেরিল-প্রথম আলো পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
৩০ মার্চ ২০১৮ শ্রেষ্ঠ নাট্যকার দ্বন্দ্ব সমাস বিজয়ী [৩]
৩০ ডিসেম্বর ২০২১ শ্রেষ্ঠ নাট্য নির্দেশক এই শহরে বিজয়ী [৭]
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
১১ মার্চ ২০২২ শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব ধারাবাহিক) মহানগর বিজয়ী [১৪]
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত ফলাফল সূত্র
৩ সেপ্টেম্বর ২০২২ সেরা পরিচালক, সিরিজ মহানগর বিজয়ী [১৩]
সেরা পরিচালক, চলচ্চিত্র কষ্টনীড় বিজয়ী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শুভ জন্মদিন আশফাক নিপুণ"দেশ রূপান্তর। ২৬ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  2. "ঈদে আসছে 'আয়নাবাজি অরিজিনাল সিরিজ'"দৈনিক প্রথম আলো। ২৩ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  3. "টিভি নাটকে সমালোচক পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮ 
  4. "সময়কে ধরে রাখার গল্প 'ফেরার পথ নেই'"সারাবাংলা। ২৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  5. "কেমন হলো ঈদের নাটক!"আনন্দ আলো। ২৩ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  6. "ঈদের তৃতীয় দিন ছোট পর্দায় যত নাটক-টেলিফিল্ম"রাইজিংবিডি.কম। ৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  7. "যাঁরা পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন"দৈনিক প্রথম আলো। ২৪ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২১ 
  8. "১১টি ভিন্নধর্মী নাটক-টেলিফিল্ম সিনেস্পটে"সারাবাংলা। ২৯ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  9. ইমন, নাহিয়ান (৭ আগস্ট ২০২০)। "ইউটিউব ভিউ অবশ্যই ভালো, তবে মান নির্ধারক নয়: আশফাক নিপুণ"চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  10. "আশফাক নিপুণের ওয়েব চলচ্চিত্র 'কষ্টনীড়'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১০ জানুয়ারি ২০২১। ৪ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  11. "তাঁদের 'কষ্টনীড়' দেখা যাবে ১৫ জানুয়ারি"এনটিভি অনলাইন। ১১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  12. জয়া, শারমিন (১৬ জানুয়ারি ২০২১)। "Ashfaque Nipun's 'Koshtoneer' is a riveting commentary on family"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  13. "ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১: চরকির বাজিমাত"দৈনিক প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২ 
  14. "'আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন যারা-"দৈনিক মানবজমিন। ১২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 
  15. "ওসি হারুনের চূড়ান্ত পরিণতি ও অমীমাংসিত প্রশ্নের উত্তর নিয়ে 'মহানগর ২'"দ্য ডেইলি স্টার। ৮ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  16. "'সাবরিনা' মুক্তি পাচ্ছে ২৫ মার্চ | বিনোদন"সময় নিউজ। ১৯ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  17. "'সাবরিনা' আসছে মার্চে, নাম ভূমিকায় মেহজাবীন ও অর্ষা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ মার্চ ২০২২। ৪ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  18. "হইচইয়ে মেহজাবীন-অর্ষা"দেশ রূপান্তর। ৯ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  19. প্রতিবেদক, নিজস্ব। "এলিটা-নিপুণের বিয়ে"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 
  20. "এলিটা আর নিপুণের বিয়েতে বাধা ছিল কে?"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 
  21. আকবর, জাহিদ (১৩ জানুয়ারি ২০২১)। "হইচইয়ে আশফাক নিপুনের 'কষ্টনীড়'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  22. "মহানগর সিরিজ: গোয়েন্দা সংস্থার অফিস, থানায় নির্যাতন এবং ফোনালাপ রেকর্ড - যেসব কারণে আলোচিত"বিবিসি নিউজ বাংলা। ২৮ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  23. "Ashfaq Nipun's 'Sabrina' to hit 'Hoichoi' on 25 March"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]