আলাপ:২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Abazizfahad কর্তৃক ২ বছর পূর্বে "গ্রুপ" অনুচ্ছেদে

গ্রুপ[সম্পাদনা]

Waraka Saki (আলাপ) পয়েন্ট তালিকা এবং ম্যাচ সমূহ নামের নতুন পরিচ্ছেদ তৈরি করার কারণ হল গ্রুপ পর্ব এক লাইনের কোন অনুচ্ছেদ না এখানে পয়েন্ট তালিকা ম্যাচ সহ আরো নানা তথ্য রয়েছে। তাছাড়া পরিচ্ছেদ যুক্ত থাকলে এটি দেখতেও সুন্দর দেখা যায় এবং সম্পাদনা করতে অসুবিধা হয়। আবার ইংরেজি উইকিতে ঐরকম অনুচ্ছেদ রয়েছে। এখন বলতে পারেন ইংরেজির সাথে মিল রেখে লিখতে হবে এমন না। কিন্তু আপনি নিজেও ইংরেজি দেখে ইংরেজি থেকে অনুবাদ করেছেন। Abazizfahad (আলাপ) ১০:০৩, ৩০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Abazizfahad: আমি সম্পাদনা সারাংশে উল্লেখ করেছি যে কেন আলাদা আলদা পরিচ্ছেদ তৈরির প্রয়োজন নেই (গ্রুপ পর্ব পরিচ্ছেদটি এতো বড় নয় যে এর জন্য আলাদা আলাদা পরিচ্ছেদ করতে হবে)। বর্তমানে গ্রুপ পর্ব পরিচ্ছেদে তথ্য খুবই কম অর্থাৎ তা আকারে ছোট। এই ছোট পরিচ্ছেদটি ভাগ করে তিনটি অংশ করার কোন প্রয়োজন নেই এবং এক লাইনের একটি পরিচ্ছেদ তৈরি করলে তা সুন্দরও দেখায় না। যদি পরিচ্ছেদটি বড় হয়, তবে অবশ্যই তা বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। যদি এই আসরের গ্রুপ পর্বটি একাধিক গ্রুপে বিভক্ত থাকতো, তবে অবশ্যই গ্রুপ পর্ব পরিচ্ছদটি গ্রুপ অনুযায়ী বিভক্ত করা যেত; যেমন: উয়েফা ইউরো ২০২০। এবং আমি অবশ্যই বলব ইংরেজি উইকিপিডিয়ার মতো হুবুহু লিখতে হবে না, তবে আপনি তা একটি ধারণা হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি বলেছেন, "আপনি নিজেও ইংরেজি দেখে ইংরেজি থেকে অনুবাদ করেছেন"; এই বিষয়ে বলতে চাই আমি কিছু তথ্য ইংরেজি উইকিপিডিয়া হতে নিয়েছি, আমি তা হুবুহু অনুলিপি করিনি, যা অনুবাদকেরা করে থাকেন। আপনি এই নিবন্ধের ভূমিকা অংশটুকু পড়লেই স্পষ্টভাবে বুঝতে পারতেন, যেখানে ইংরেজি উইকিপিডিয়ায় মাত্র ৩–৩.২৫ লাইন রয়েছে, সেখানে বাংলা উইকিপিডিয়ায় প্রায় ৯ লাইন রয়েছে। আপনি এখনও এই নিবন্ধের ইতিহাস দেখলে দেখবেন আমি তা নিজ হতেই যুক্ত করেছি, ইংরেজি উইকিপিডিয়া হতে ইংরেজির অনুবাদ করিনি। আশা করি ভবিষ্যতে না দেখা এভাবে মন্তব্য করবেন না। এবং একটি আলোচনা শুরু করে এভাবে অপসারণ করবেন না। – Waraka Saki (আলাপ) ১০:৪০, ৩০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হল ইংরেজি Abazizfahad (আলাপ) ১১:৩৫, ৩০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন