বিষয়বস্তুতে চলুন

আলাপ:২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে জিবুতি/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Meghmollar2017 (আলাপ · অবদান) ১৬:২১, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন


@MdsShakil: আমি নিবন্ধটিতে কিছু সম্পাদনার মাধ্যমে বাক্যগঠনে পরিবর্তন এনে নিবন্ধকে আরও প্রাঞ্জল করার চেষ্টা করেছি। নিবন্ধে তথ্য খুবই কম মনে হচ্ছে; আরও কিছু তথ্য যুক্ত করা গেলে ভালো হতো। যেমন: হুসেন ওমর হাসান কীভাবে গোড়ালিতে আঘাত পান? বা তিনি কোন পর্ব পর্যন্ত খেলতে পেরেছিলেন? ইত্যাদি। এছাড়া আপাতত আর তেমন কোনো সমস্যা নজরে পড়ছে না। আমি আরেকবার বানান ও বাক্যগঠন পরীক্ষা করে দেখবো। এই সময়ের মধ্যে তুমি প্রধান পাতার জন্য সারাংশ তৈরি করে রাখতে পারো। শুভকামনা। — আদিভাইআলাপ১৮:৫৮, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017 দৌড়ের শুরুতে ওয়ার্ম আপের সময় চোট পেয়েছিলেন, এটা যোগ করা হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ০৯:২৪, ১৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: ঠিক আছে, আপাতত চলবে। প্রধান পাতার জন্য একটি সারাংশ লেখার আহ্বান করছি। শুভেচ্ছা। — আদিভাইআলাপ০৯:৩৪, ১৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চূড়ান্ত পর্যালোচনা[সম্পাদনা]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য): খ) (রচনাশৈলীসহ বিন্যাস, তালিকা ইত্যাদি):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র): খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে): গ) (মৌলিক গবেষণা):
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়): খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:
    আদিভাইআলাপ০৯:৩৪, ১৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সারাংশ[সম্পাদনা]

জিবুতির জাতীয় পতাকা
জিবুতির জাতীয় পতাকা

জিবুতি ২০১২ সালের গ্রীষ্মকালীন আসরের মাধ্যমে প্যারালিম্পিক গেমসে প্রথম আত্মপ্রকাশ করে। ২০১২ সালের ২৯শে আগস্ট থেকে ৯ই সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে এটি আয়োজিত হয়। হুসেন ওমর হাসান দেশটির প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে মধ্যম দূরত্বের দৌড়ে জিবুতির প্রতিনিধিত্ব করেন। ডানহাত হারানো হুসেন ওমর হাসান পুরুষদের ১,৫০০ মিটার টি৪৬ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গোড়ালিতে আঘাত পেয়ে ভালো খেলতে না পারায় তিনি পদক জিততে ব্যর্থ হন। তবে ট্র্যাকে দুই ল্যাপ একা দৌড়ানোর সময় লন্ডনের দর্শকেরা তাকে উৎসাহ দিয়েছিলেন। (বাকি অংশ পড়ুন...) @Meghmollar2017:শাকিল (আলাপ · অবদান) ০৯:৪৫, ১৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন