২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে জিবুতি

এটি একটি ভালো নিবন্ধ। আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে
জিবুতি
আইপিসি কোডDJI
লন্ডন
প্রতিযোগী১টি ক্রীড়ায় ১ জন
পদক
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণ

জিবুতি ২০১২ সালের গ্রীষ্মকালীন আসরের মাধ্যমে প্যারালিম্পিক গেমসে প্রথম আত্মপ্রকাশ করে। ২০১২ সালের ২৯শে আগস্ট থেকে ৯ই সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে এটি আয়োজিত হয়। হুসেন ওমর হাসান দেশটির প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে মধ্যম দূরত্বের দৌড়ে জিবুতির প্রতিনিধিত্ব করেন। গোড়ালিতে আঘাত পেয়ে ভালো খেলতে না পারায় তিনি পদক জিততে ব্যর্থ হন। তবে ট্র্যাকে দুই ল্যাপ একা দৌড়ানোর সময় লন্ডনের দর্শকেরা তাকে উৎসাহ দিয়েছিলেন।

পটভূমি[সম্পাদনা]

২০১২ সালের গেমসের মাধ্যমে জিবুতি প্যারালিম্পিকসে প্রথমবারের মতো অংশগ্রহণ করে।[১] প্রতিযোগিতাটি ২৯শে আগস্ট থেকে ৯ই সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হয়।[২] পুরুষদের ১৫০০ মিটার টি৪৬ দৌড় প্রতিযোগিতায় দেশটির একজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।[৩] জিবুতির একমাত্র ক্রীড়াবিদ হিসেবে প্যারালিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশটির পতাকাও বহন করেন।[৩]

অ্যাথলেটিকস[সম্পাদনা]

ডানহাত হারানো হুসেন ওমর হাসান পুরুষদের ১,৫০০ মিটার টি৪৬ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।[৩] শরীরের বিকল ঊর্ধ্বাঙ্গ বা অঙ্গহীন, কিন্তু স্বাভাবিক পা-বিশিষ্ট দৌড়বিদেরা এই প্রতিযোগিতায় অংশ নেন।

হুসেন দৌড়ের শুরুতেই ওয়ার্ম আপের সময় গোড়ালিতে চোট পান; কিন্তু দৌড় শেষ করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।[৪] তিনি অন্যান্য ক্রীড়াবিদদের থেকে সাত মিনিট পিছিয়ে পড়ার পরেও লন্ডনের জনতা তাকে এগিয়ে যেতে উৎসাহিত করেন। অন্যান্য ক্রীড়াবিদদের সমাপ্তিরেখা অতিক্রমের পরেও তিনি ট্র্যাকে একা দুই ল্যাপের বেশি দৌড়েছিলেন। হুসেন ১১:২৩.৫০ সময়ে দৌড় শেষ করেন।[৫][৬] হুসেন বলেন, “আমি থামার কথা ভেবেছিলাম। কিন্তু আমি শেষ পর্যন্ত চালিয়ে গেছি। কারণ, আমি দৌড় শেষ করতে চেয়েছিলাম।”[৫]

ক্রীড়াবিদ ইভেন্ট ফলাফল চূড়ান্ত ফলাফল
ফলাফল অবস্থান ফলাফল অবস্থান
হুসেন ওমর হাসান পুরুষদের ১,৫০০ মিটার টি৪৬ ১১:২৩.৫০ উত্তীর্ণ হননি

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "National Paralympic Committee of Djibouti" [জিবুতির জাতীয় প্যারালিম্পিক কমিটি] (ইংরেজি ভাষায়)। প্যারালিম্পিক.অর্গ। ১৩ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮ 
  2. "It's Official – London 2012 to be Biggest Paralympic Games Ever" [এটা আনুষ্ঠানিক - লন্ডন ২০১২ প্যারালিম্পিক গেমসের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে, আইপিসি] (ইংরেজি ভাষায়)। প্যারালিম্পিক.অর্গ। ২১ মে ২০১২। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১২ 
  3. "Athlete Bio" [ক্রীড়াবিদদের জীবনী] (ইংরেজি ভাষায়)। প্যারালিম্পিক.অর্গ। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮ 
  4. ম্যানডিক, রবার্ট (১ সেপ্টেম্বর ২০১২)। "Paralympics 2012:Champion's ovation for straggler Houssein Omar Hassan" [প্যারালিম্পিক ২০১২: লড়াকু হুসেন ওমর হাসানের জন্য চ্যাম্পিয়নের অভিবাদন] (ইংরেজি ভাষায়)। দ্য টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৮ 
  5. চাদব্যান্ড, ইয়ান (১ সেপ্টেম্বর ২০১২)। "Paralympics 2012: Houssein Omar Hassan wins over hearts and minds with his brave, if slow, 1,500m performance" [প্যারালিম্পিক ২০১২: হুসেন ওমর হাসান তার সাহসী, যদিও ধীর, ১,৫০০ মিটার পারফরম্যান্স দিয়ে হৃদয় ও মন জয় করে নিয়েছেন] (ইংরেজি ভাষায়)। দ্য টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮ 
  6. "Crowds at Olympic stadium roar on hero Houssein Omar Hassan's effort" [হুসেন ওমর হাসানের প্রচেষ্টায় অলিম্পিক স্টেডিয়ামের ভিড় গর্জে উঠেছে] (ইংরেজি ভাষায়)। মেট্রো। ২ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮