আলাপ:২০০৭-এর চট্টগ্রামের ভূমিধ্বস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শুরু + তথ্য[সম্পাদনা]

নিবন্ধটা ইংরেজি ও বাংলাতে শুরু করে দিলাম। আমার এখানে রাত ৩টা, সকালে অফিস, তাই এখন লগ আউট করছি, কিন্তু আপনারা দয়া করে তথ্য যোগ করুন। গুগল নিউজে বাংলাদেশ লিখে সার্চ দিলেই অনেক তথ্যসূত্র পাবেন। এতো বড়ো দূর্ঘটনা দুনিয়াতে কম জায়গাতেই ঘটেছে। --রাগিব (আলাপ | অবদান) ১০:১৫, ১১ জুন ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

এটা আমার প্রথম সম্পাদনা। তাই বানান শুদ্ধকরণের মধ্যেই সীমাবদ্ধ থাকলাম। আস্তে আস্তে হবে। ‌‌‌‌‌‌প্রকৃতিপ্রেমিক ১৪:২২, ১২ জুন ২০০৭ (ইউটিসি)(আলাপ )[উত্তর দিন]

বাংলা চিত্র[সম্পাদনা]

@এম আবু সাঈদ: বাংলা উইকির জন্য কোন চিত্র তৈরি করলে তা বাংলায় করুন। শুধু এই নিবন্ধের জন্য নয়, সকল ক্ষেত্রে। --আফতাব (আলাপ) ১৫:৪৯, ২৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়টা খোলাসা রয়ে গেছে! দয়া করে যদি বিস্তারিত বলতেন... --আবু সাঈদ (আলাপ) ১৫:৫৭, ২৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
ঐ যে চট্টগ্রাম.png নামে একটি তৈরি করলেন সেটা। --আফতাব (আলাপ) ১৬:০৮, ২৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ভাই। কিন্তু এক্সটেনশন তো এমনিতেই চলে আসে, যা আগে কখনো পরিবর্তন করিনি বা চেষ্টাও করে দেখিনি। তবে এখন থেকে বিষয়টির প্রতি অবশ্যই নজর দেব। আবারো ধন্যবাদ দিলাম। --আবু সাঈদ (আলাপ) ১৬:২০, ২৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]