আলাপ:স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ইতিহাস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একত্রীকরণ প্রস্তাব[সম্পাদনা]

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন নিবন্ধটি এই নিবন্ধের #১৯৭২-৮০:স্বাধীনতা পরবর্তী দশক অংশের সাথে একত্রীকরণ করা যেতে পারে, যেহেতু উক্ত অংশে প্রস্তাবিত নিবন্ধটির একটি উল্লেখযোগ্য অংশ বিদ্যমান। তাছাড়াও অধিকাংশ স্থানে বিষয় দুটি একই সাথে বর্ণনা করা হয়। Wiki N Islam (আলাপ) ১৪:২৫, ১১ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Wiki N Islam: আলাপ:স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন দেখুন। মনে হয় না এর প্রয়োজন আছে। — আদিভাইআলাপ১৭:০৭, ১১ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে, যদি আমি মেনেও নিই যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন নিবন্ধটির বিষয় নিজের মধ্যে অনন্য, তবে তো একে "বাংলাদেশের ইতিহাস (১৯৭২–১৯৭৫)" বা "স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাস (১৯৭২–১৯৭৫)" রাখা যেতে পারে; আমার মনে হয় উইকিপিডিয়ার সার্বজনীনতা রক্ষার স্বার্থে নিবন্ধটির এই রকম নামকরণ যুক্তিযুক্ত হতে পারে, কেননা কেবল বাংলাদেশের যুদ্ধত্তোর পুনর্গঠন – বিষয়টি কিছুটা আত্মকেন্দ্রিক এবং "বাংলাদেশ-কেন্দিক" মনে হয়, বিশ্বজনীন নয়। বিশ্বজনীন হলে তো ২য় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনর্গঠন, যুদ্ধের পর ভিয়েতনাম বা আফগানিস্তানের পুনর্গঠন উল্লেখ করার জন্যও তো পৃথক নিবন্ধ থাকা প্রয়োজন। তাই উক্ত নিবন্ধটির শিরোনাম স্থানান্তর করা যেতে পারে অথবা আমার ব্যক্তিগত মতামত হলো নিবন্ধটি এখানে একত্রীকরণ করা, যেহেতু বিষয়দ্বয় সংশ্লিষ্ট এবং ইংরেজি উইকিপিডিয়াতেও পুনর্গঠনের বিষয়টি এই নিবন্ধেই দেওয়া আছে। Wiki N Islam (আলাপ) ১৮:২৩, ১১ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]