আলাপ:স্পিনোজার দর্শন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দর্শন পরিভাষা ও সূত্র লিঙ্ক[সম্পাদনা]

কেউ কি দয়া করে দর্শন এর টার্মগুলোর বাংলা পরিভাষা আমাকে জানাবেন? যেমন Substance এর বাংলা 'অন্তঃসার' নাকি 'সারবস্তু' লিখব বুঝতে পারছিনা। প্রচলিত কোনো পরিভাষাও থাকতে পারে। এরকম আরো কিছু থেকে যাচ্ছে। মূল ইংরেজী নিবন্ধের বঙ্গানুবাদ করার চেষ্টা করছি। কেউ মূল নিবন্ধ থেকে রেফারেন্স বা লিঙ্ক গুলো আপডেট করে দিলে ভালো হতো। আপাতত শুধু র-টেক্সট ইনপুট দিচ্ছি। মোঃ তানভীরুল ইসলাম (talk) ১২:৫১, ১০ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

Substance শব্দটা এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে, এর বাংলা বস্তু হবার কথা। Amr (talk) ১৮:৪২, ১০ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
Substance কে 'সাবস্টেন্স' করে দিলাম। বস্তু বা Matter এর সাথে স্পিনোজার সাবস্টেন্সের একটা অমিল আছে। স্পিনোজার তত্বও ঠিক ম্যাটেরিয়ালিস্ট তত্ব না। এই বিষয়ে জানতে দেখুন http://plato.stanford.edu/entries/spinoza/ এই লিঙ্কটি। তাই সাবস্টেন্সই রেখেদিলাম। স্ট্যান্ডার্ড দর্শনের বাংলা টেক্সটবই পেলে কেউ পরিভাষাটা মিলিয়ে দেবে আশা করি। মোঃ তানভীরুল ইসলাম (talk) ১২:৪৫, ১৪ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]