আলাপ:সূর্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Makdamasud কর্তৃক ৩ বছর পূর্বে "সূর্যের কাজ" অনুচ্ছেদে

বানান[সম্পাদনা]

এই নিবন্ধের নামের বানান কি সূর্য হবে না সূর্য্য হবে? আমি বাংলা বই পরে দুটোই বানানগুলো দেখেছি। --Docwho (চিনাৎসু) ২০:২৭, ২৩ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

আধুনিক বানানে সম্ভবতঃ সূর্য ব্যবহার করা হয়, অর্থাৎ এরকম ক্ষেত্রে য-ফলা আর ব্যবহার করা হয় না। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৫৪, ২৪ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

সূর্য্য, ধার্য্য, ইত্যাদি প্রায় ৫০-৬০ বছর ধরে মূল ধারার লেখায় আর ব্যবহার করা হয় না। double য-ফলা উঠে গেছে।--অর্ণব (আলাপ | অবদান) ০৭:৫৯, ২৪ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
ঠিক। "দ্বিত্ব বর্জন" হয়েছে অনেক দিন হল, কেবল কিছু ভট্টাচার্য্য নিজেদের পদবীতে এখনও "য্য" বজায় রেখেছেন। শুনেছি বিদ্যাসাগরের সময় থেকেই এই ধরণের বিতর্ক চলে আসছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি সহজ বানান ও সহজ ভাষার পক্ষে ছিলেন। তাই শুদ্ধতাবাদীরা তাদের বলতো "শব পোড়া মড়া দহের দল", আর বদলে সেই সব শুদ্ধতাবাদীদের নাম দেওয়া হইয়েছিল "ভট্টাচার্য্যির চানা" অর্থাৎ যা চিবোতে কটর মটর শব্দ হয় এবং দাঁত ভাঙবার উপক্রম হয়। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১০:৩৭, ২৪ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, নিশ্চই হবে, কারণ কোনও তো উচ্চারণের তফাৎ হচ্ছেনা।

ধন্যবাদ।

--Docwho (চিনাৎসু) ১০:৫৩, ২৪ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট[সম্পাদনা]

আমার মনে হয় এই পেইজে একটা টেমপ্লেট ছিল। যেটাকে আমি কিছুটা কপি করে "ইউওয়াই স্কুটি" পেইজে এড করেছিলাম কিছুদিন আগে। কিন্তু এখন টেমপ্লেটটি কোথায় গেলো? মঈনুল হাসান (আলাপ) ২১:৩৯, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@মঈনুল হাসান: কোন এক আইপি থেকে এই পাতা থেকে টেমপ্লেটটি মুছে দেয়া হয়েছিল, আমি ফেরত এনেছি। আর ইউওয়াই স্কুটি নিবন্ধটি সম্প্রসারণ করতে ভুলবেন না :) অনুবাদের দ্বারা সম্প্রসারণ করতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৫, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সূর্যের কাজ[সম্পাদনা]

আদীমকাল থেকে সূর্যের সাহায্যে সময় নির্ণয় করে আসছে। Makdamasud (আলাপ) ১২:৪৯, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন