আলাপ:সুলেমান হোসেন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের বিষয় মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখযোগ্য নয়। এমনকি যুদ্ধে নিহত হলেও তিনি উল্লেখযোগ্য নয়। উইকিপিডিয়ায় সাধারণত সরকারীভাবে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরই উল্লেখযোগ্য বলে বিবেচনা করা হয়। বিশেষ কোন স্বীকৃতি ছাড়া সাধারণ মুক্তিযোদ্ধাদের উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় না। তাই ব্যবহারকারীকে এই নিবন্ধটি উল্লেখযোগ্যতা প্রমাণের অনুরোধ জানাচ্ছি। নতুবা নিবন্ধটি সরিয়ে ফেলা হতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩২, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

বেলায়েত ভাই,
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর মূল হলটি "জিন্নাহ হল" থেকে পরিবর্তন করে "শহীদ সুলেমান হল" রাখা হয়েছে। তাঁর নিজের গ্রামের নাম পরিবর্তন করে "শহীদ সুলেমান নগর" রাখা হয়েছে। এবং সর্বপরি সিলেটের শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতে তাঁকে বাদ দেয়ার কোনো অবকাশ নেই। অথচ তিনি বা তার পরিবার সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না। এটাই কি যথেষ্ট নয়?--Ashiq Shawon (আলাপ) ১৯:৩৫, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
বিশেষ কোন স্বীকৃতি ছাড়া সাধারণ মুক্তিযোদ্ধাদের উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় না।- এটার মনে হয় কোনো মানে নেই। তাঁকে স্বীকৃতি দিয়েছে বৃহত্তর সিলেটের মানুষ, রাজনৈতিক বিবেচনার চেয়ে সেটাই মনে হয় অনেক বড় এবং যথেষ্ট। সাধারণ মুক্তিযোদ্ধারা শহীদ হলে আর কি স্বীকৃত পেয়েছেন তখন? খেতাব কয়জন শহীদ মুক্তিযোদ্ধা পেয়েছেন?---Ashiq Shawon (আলাপ) ১৯:৪১, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আসিক, মুক্তিযোদ্ধাদের তালিকা করা উইকিপিডিয়ার কাজ নয়, উইকিপিডিয়ার প্রয়োজন তথ্য, আবেগ নয়। আপনি হয়তো আবেগ দিয়ে বলে যাচ্ছেন কিন্তু তাতে তা উইকিপিডিয়া রীতিসিদ্ধ হয় না। যে সম্মাননার কথা আপনি এই আলোচনার পরে যোগ করেছেন, তাতে কি সরকারী কোন হস্তক্ষেপ রয়েছে? আপনি যে নামান্তরের কথা উল্লেখ করেছেন তা কি সরকারিভাবে স্বীকৃত? আপনি কি এ বিষয়ে সিলেটি পত্রপত্রিকা ছাড়া অন্য কোন তৃতীয়পক্ষীয় তথ্যসূত্র যোগ করতে পারেন?--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৩১, ১০ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
বেলায়েত ভাই, সংবাদ পত্রিকার একটি সোর্স দিয়েছিলাম; লক্ষ করেন নি বোধ হয়। আরেকটি লেখা আছেঃ শহীদ সোলেমান : প্রজন্মের ধ্রুবপ্রতীক শিরোনামে, লেখকঃ ফকির ইলিয়াস, ১৩ ডিসেম্বর ২০০৭ তারিখে দৈনিক ভোরের কাগজে প্রকাশিত হয়েছে। তবে, আমি এর লিংক দিতে পারছিনা, তাই ব্লগ লিংক দিলাম; এই লেখাটির নিচে উৎস দেয়া আছে। আমাকে একটু সময় দিন, আমি এর আরো লিংক দেবো। তবু এটি সরাবেন না।
আপনি জানতে চেয়েছেন, গ্রামের নামান্তর সরকারিভাবে হয়েছে কি-না? জ্বী, এটা গেজেটেড। আর, সভাক্ষটির নামও সাহিত্য সংসদের এক্সিকিউটিভ কমিটি কর্তৃক গৃহীত। আপনি এই তথ্য দুটি ৭ তারিখের পত্রিকায়ই পাবেন, যদিও সিলেটের (তবুও) এতেই দেয়া আছে।
আর হ্যা, মুক্তিযুদ্ধ এবং এই দেশ দুটোই আমার প্রচন্ড আবেগের জায়গা। তাই এভাবেই আসলে রি-এক্ট করি। সরি।-----Ashiq Shawon (আলাপ) ২২:১০, ১০ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]