আলাপ:সালমান মাজাহিরি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প ইসলাম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ইসলামের অংশ, যা উইকিপিডিয়ায় ইসলাম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

@Owais Al Qarni: ভাই, ছবিগুলো কেমন হচ্ছে?? — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৩:৩২, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Safi Mahfouz: ভালই। সাধ্য হলে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন করলে ভাল হয়। এক একটার ব্যকগ্রাউন্ড, ফন্ট পাল্টিয়ে দেওয়া! গুগল করলেই হাজারো সেম্পল পাবেন। সাথে উপরে নিচে তাদের লকবগুলোও লাগিয়ে দিলে ভাল হয়। - ওয়াইস আলাপ ১৩:৪০, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni: ওকে! কিন্তু অনেক খুজে আমি দুইটি ফন্ট পেয়েছি। AlBattar এবং Diwani। আপনাকে অনুরোধ করছি কিছু ফন্টের সন্ধান দেবার। আর রেজুলেশন এবং সাইজ নিয়ে একটা সমস্যা আছে। কত×কতpx রেজুলেশন দিয়ে আপলোড করতে হবে? আর ব্যবহারের সময় কত কতpx সাইজ দেব? আমি রেজুলেশন বাড়াতে-কমাতে পারি সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৩:৪৫, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Safi Mahfouz: মোবাইল থেকে নাকি কম্পিউটার থেকে করছেন? বেশি রেজুলেশনে কমন্সে আপলোড করুন। তারপর ২০০-৩০০ এর মধ্যে প্রিভিউ দেখে যেকোনো একটা px দিলেই হয়! - ওয়াইস আলাপ ১৩:৪৯, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni: মোবাইল থেকে করছি। আর ফন্ট পেলে আমাকে জানাতে ভুলবেন না। উত্তর প্রদানের জন্য ধন্যবাদ। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৩:৫৩, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]