বিষয়বস্তুতে চলুন

আলাপ:সমতা নারীবাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: T. Galib কর্তৃক ৩ বছর পূর্বে "ইংরেজি পরিভাষা" অনুচ্ছেদে

ইংরেজি পরিভাষা

[সম্পাদনা]

@T. Galib: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি, নিবন্ধে অনেকগুলো ইংরেজি পরিভাষা রয়ে গেছে এগুলোকে বাংলা করতে হবে আর মাঝেমধ্যে কয়েকটি অনুচ্ছেদে ইংরেজি থেকে ছোট অংশ অনুবাদ বাকী রয়েছে ওইটুকুসহ সম্পূর্ণ করে আমাকে জানান —শাকিল হোসেন আলাপ ০২:৫৩, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

করা হলো তবে বইয়ের নামগুলোর বাংলায় লিখে পাশাপাশি সেগুলোর ইংরেজি নাম প্রথম বন্ধনীর মধ্যে যোগ করা থাকল। পুনরায় পর্যালোচনার আবেদন করছি।--T. Galib (আলাপ) ০৮:২৫, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@T. Galib: ইংরেজি শিরোনাম রাখার প্রয়োজন নেই ওগুলো সরিয়ে দিন আর মাঝেমধ্যে কিছু বাক্য গঠনে সমস্যা রয়ে গেছে (যেমন একই বাক্যে একাধিকবার এবং-এর ব্যবহার উদা..তাদের যুক্তি, লক্ষ্য অর্জন এবং কাজে এবং বাড়িতে উভয় ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সমান।) পুরো নিবন্ধটি সম্পূর্ণ একবার পড়ে এগুলো একটু সংশোধন করুন/নিজের ভাষায় বুঝিয়ে লিখুন। আর বার্তার উত্তর দেওয়ার সময় শুরুতে {{পিং|MdsShakil}} লিখবেন তাহলে আমি নোটিফিকেশন পাবো। ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১১:১৪, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: আমি পড়ে, সেটিকে সংশোধন করলাম। আবারো পর্যালোচনার আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।--T. Galib (আলাপ) ১৭:২৩, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@T. Galib: আপনি জেনে খুশি হবেন নিবন্ধ টি প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আপনাকে ভবিষ্যতে বানানের ব্যাপারে একটু সতর্ক হওয়ার অনুরোধ করছি আর আপনি অনুবাদের ক্ষেত্রে বিং অনুবাদক ব্যবহার করতে পারেন, এটি গুগলের তুলনায় ভালো অনুবাদ দেয়। শুভেচ্ছা সহ —শাকিল হোসেন আলাপ ১৮:১০, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে খুবই ধন্যবাদ।--T. Galib (আলাপ) ১৮:৩১, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন