আলাপ:সংকেত (যোগাযোগ ব্যবস্থা)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Zaheen: সিগন্যাল মানেই সংকেত, ফলে একবার বাংলা নাম দিয়ে পাশে বন্ধনী দিয়ে ইংরেজি নাম দিয়ে দ্ব্যর্থতা নিসরন না করে আমার প্রস্তাব হল এই নিবন্ধটি সংকেত / সঙ্কেত নামে নিন। অন্যদিকে বর্তমান সঙ্কেত নিবন্ধকে সঙ্কেত (দ্ব্যর্থতা নিরসন নামকরণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৪৫, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার কথা ঠিক যে বাংলাতে সিগন্যাল মানেই সঙ্কেত। কিন্তু উল্টো দিক থেকে দেখলে বাংলাতে সঙ্কেত মানেই সিগন্যাল না। বাংলা ভাষাতে "সঙ্কেত" পরিভাষা দিয়ে জ্ঞানের ভিন্ন ভিন্ন শাখায় ভিন্ন ভিন্ন জিনিস বোঝায়, যেমন ১) তথ্য তত্ত্বে (information theory) সঙ্কেত বলতে বিশেষ সাংকেতিক পদ্ধতিতে উৎপাদিত সাংকেতিক তথ্য বা কোড বোঝায়, ২) যোগাযোগ ব্যবস্থার তত্ত্বে (communication systems) একে তথ্যের সম্প্রচারিত রূপ বা সিগন্যাল বোঝায়, আবার ৩) ভাষাবিজ্ঞান ও যুক্তিবিজ্ঞানের সহোদর বিজ্ঞান সঙ্কেতবিজ্ঞানে (semiotics) সঙ্কেতের সংজ্ঞা আরেক রকম। তাই সঙ্কেত নামের তিনটা আলাদা নিবন্ধ লাগবে, এবং বর্তমানে সেটাই আছে। এখন আমার মতে তিনটার কোনওটাই একটার চেয়ে আরেকটা কম গুরুত্বপূর্ণ নয়। কোনওটাকেই প্রাধান্য দেওয়া উচিত নয়। আমার মতে সঙ্কেত (সিগন্যাল) সঙ্কেতের প্রাইমারি টপিক না, তিনটা টপিকের একটা। তাই পাঠক "সঙ্কেত" দিয়ে অনুসন্ধান করলে প্রথমে একটা দ্ব্যর্থকতা নিরসন পাতায় যাওয়া উচিত, তারপর সেখান থেকে ঐ তিনটা নিবন্ধের কোনওটাতে যাবে। তিনটা নিবন্ধের প্রতিটার শিরোনাম হবে সঙ্কেত (x), সঙ্কেত (y), সঙ্কেত (z) -- যেটা দ্ব্যর্থকতা নিরসনের ডিফল্ট উপায়। আর শিরোনামে ইংরেজি নামের ব্যাপারটা যেটা নিয়ে আপত্তি করেছেন, সেগুলি ঠিক করে বাংলা করে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:১৩, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: ইংরেজি কারিগরি পরিভাষাগুলি থাকলে ভালই হত। কোন্‌টা কার জন্য কঠিন, সেটা তো ব্যক্তিগত ব্যাপার। অথবা, উলটো দিক থেকে দেখলে কোনো ইংরেজিই দেওয়া উচিত না। যাই হোক, আমি ইংরেজি থেকে প্রতিবর্ণীকৃত বাংলাগুলিও সরিয়ে দিচ্ছি, কারণ মূল ইংরেজি উঠিয়ে দিলে সেগুলিরও দরকার নেই। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:১১, ২৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অতিকঠিন পরিভাষার সাথে বুঝার সুবিধার্থে (যদি তা বাংলায় একেবারেই অপ্রচলিত হয়) হয়তো দেয়া যেতে পারে কিন্তু মাঝারি, সাধারণ পরিভাষার সাথে বন্ধনী দিয়ে ইংরেজি দেয়া অপ্রয়োজনীয়। যে কোন সাধারণ বাংলা জানা লোকের যোগাযোগ তত্ত্ব, যোগাযোগ ব্যবস্থা, গ্রাকক, সম্প্রচার ইত্যাদির মানে জানার কথা (যদি তিনি না জানেন তবে বাংলা উইকি হয়তো তার জন্য নয়), অপরদিকে বাংলা উইকিতে আমরা ইংরেজি ভাষা শিক্ষা দিচ্ছি না। এমনটি আমি আর অন্য কোন উইকিতে দেখিনি। ইত্যাদি বিবেচনায় আমি সরিয়েছি। ধন্যবাদ আমার সম্পাদনা ধরে রাখার জন্য। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:০৭, ২৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]