আলাপ:শীতকালীন অলিম্পিক গেমস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প অলিম্পিক (মূল্যায়ন - মান stub, গুরুত্ব high)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প অলিম্পিকের অংশ, যা উইকিপিডিয়ায় অলিম্পিক সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
Stub-Class article অসম্পূর্ণ  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী stub-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী high-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

স্থানান্তর[সম্পাদনা]

অলিম্পিক সংক্রান্ত সমস্ত নিবন্ধের সাথে সাযুজ্য রেখে এই নিবন্ধকে শীতকালীন অলিম্পিক পাতায় স্থানান্তরের জন্য অনুরোধ করছি। যেমন দেখুন গ্রীষ্মকালীন অলিম্পিক বোধিসত্ত্ব (আলাপ) ০৯:৫৭, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বোধিসত্ব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি নিবন্ধটি যেভাবে আছে সেভাবেই রাখার পক্ষপাতী বরং গ্রীষ্মকালীন অলিম্পিককে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস করা উচিৎ বলে আমি মনে করি। শুধুমাত্র শীতকালীন অলিম্পিক বলা হলে সহজ বাংলায় কোন বিশেষ বছরের অলিম্পিকের কথা মনে হয়, যেমন শীতকালীন অলিম্পিক-২০১২, কিন্তু গেমস কথাটা লাগালে পুরো ক্রীড়াযজ্ঞকেই বুঝায়। তবে টেমপ্লেটে বিভিন্ন সালের পাশে শীতকালীন অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিক কথাটিই মানায়। আমি যে যুক্তিটি দিলাম সেটি সম্পূর্ন আমার ব্যক্তিগত চিন্তাধারা ও আঞ্চলিক বাংলা ভাষার অভিজ্ঞতা থেকে দিয়েছি যা সঠিক নাও হতে পারে। অভিজ্ঞদের মতামত নিয়ে নিজেই রিডাইরেক্ট করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ভাল থাকবেন। -আসিফ মুকতাদির (আলাপ) ১২:০৩, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আসিফ ভাই, আসলে অনেক দিন ধরে বিভিন্ন অলিম্পিকে ফিল্ড হকি, ফুটবল, বিভিন্ন অলিম্পিকে ভারত, মালদ্বীপ, আফগানিস্থান এই সব নিবন্ধ তৈরী করছিলাম, সেই সময় নামকরণ প্রসঙ্গে অলিম্পিক নামেই সকল নিবন্ধগুলি তৈরী করতে সহমতে আসা হয়েছিল। সেই অনুযায়ী ধীরে ধীরে সকল অলিম্পিক সংক্রান্ত নিবন্ধগুলিকে অলিম্পিক নামে আনা হয়েছিল। এখন মনে হয় পড়ে আছে মাত্র দুটি। একটি শীতকালীন অলিম্পিক গেমস, আরেকটি অলিম্পিক গেমস। আরো একটা দুটো থাকলেও থাকতে পারে। তাই সাজুয্য রাখার জন্যই আপনাকে এই অনুরোধ করেছিলাম। কিন্তু আপনার যুক্তিও অকাট্য। তাই আপনি শীতকালীন অলিম্পিক গেমস রাখার পক্ষে মত দিলে গ্রীষ্মকালীন অলিম্পিকের ব্যাপারে আপনার বক্তব্য অনুযায়ী আপনি ওটিকেও গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস নিবন্ধে স্থানান্তর করে দিতে পারেন। আর হ্যা, অলিম্পিক নিয়ে কাজ করছেন, তাই একজন অভিজ্ঞ দোসর পেলাম। এতদিন আমি আর লিমন ওদিকটা দেখছিলাম। সব শীতকালীন অলিম্পিক গুলি সামলে দিন দেখি। তাহলে বেশ ভালো হয়। বিশেষ করে শীতের খেলাগুলির নাম বাংলা আছে কিনা জানি না বলে ওদিকে হাত দিইনি। এবার নিশ্চিন্ত। বোধিসত্ত্ব (আলাপ) ১২:২৩, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ভাই, তাহলে আমি গ্রীষ্মকালীন অলিম্পিককে গৃষ্মকালীন অলিম্পিক গেমস এ নিয়ে যাচ্ছি আর শীতকালীন অলিম্পিক সংক্রান্ত নিবন্ধগুলিতে হাত দিচ্ছি। এছাড়াও সপ্তাহ খানেকের মধ্যে যুব ও প্যারা অলিম্পিক গেমসের নিবন্ধ সৃষ্টি করে যতটা সম্ভব সম্প্রসারণ করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা পেয়ে আমি মুগ্ধ। ভাল থাকবেন। আসিফ মুকতাদির (আলাপ) ১৪:৫৮, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]