বিষয়বস্তুতে চলুন

আলাপ:রাজা (চলচ্চিত্র)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Nahian কর্তৃক ৪ বছর পূর্বে "পাতা স্থানান্তর" অনুচ্ছেদে

পাতা স্থানান্তর

[সম্পাদনা]

@Nahian: বানানটি বাংলাদেশি হবে নাকি বাংলাদেশী হবে? আর হ্যাঁ এত দীর্ঘ ব্রাকেড বন্দী নামকরণ অযাচিত মনে হচ্ছে। সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন। ধন্যবাদ--রাকিব (আলাপ) ১৭:১৯, ১৪ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@RakibHossain: বানান বাংলাদেশি এবং বাংলাদেশী উভয়ই সঠিক। এবং নিবন্ধটির দীর্ঘশিরোনামের কারণ আমার আলাপ পাতায় করা আপনার প্রশ্নের উত্তরে উল্লেখ করা হয়েছে। ~ নাহিয়ান আলাপ ১৭:২৫, ১৪ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
বাংলাদেশি এবং বাংলাদেশী নিয়ে আফতাব ভাইয়ের আলাপ পাতায় করা একটি আলোচনা দেখতে পারেন। ~ নাহিয়ান আলাপ ১৭:২৮, ১৪ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@RakibHossain: বাংলা উইকির বেশীর ভাগ প্র‍্যাক্টিস ইংরেজি উইকি থেকে নেয়া। যতদুর জানি, ইংরেজি উইকিতে সিনেমার নামের সাথে দেশের নাম উল্লেখ থাকলে তা বাদ দেয়া হয়। তাছাড়া ১৯৯৯ সালে 'রাজা' নামে আর কোন চলচ্চিত্র বাংলাদেশে বের হয়নি। সুতরাং আপনি অনায়াসে নাম ছোট করে {রাজা ( ১৯৯৯-এর চলচ্চিত্র)} দিতে পারেন। ফায়সাল বিন দারুল (আলাপ) ০৭:১৩, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পুনশ্চঃ:@RakibHossain এবং Nahian: রাজা নামের ১৯৯৯ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় কোন চলচ্চিত্রের নিবন্ধ বাংলা উইকিতে নেই, ইংরেজিতে একটা তেলেগু ছবির নিবন্ধ পেলাম, কেউ কি তৈরী অথবা অনুবাদ করছেন? ফায়সাল বিন দারুল (আলাপ) ০৭:৫০, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@FaysaLBinDaruL: ভাই ধন্যবাদ নিবন্ধ টি রাজা (১৯৯৯-এর চলচ্চিত্র) বা রাজা (চলচ্চিত্র) প্রনয়ন করেছিলাম। কিন্তু, এই নিবন্ধ সহ আরও কয়েকটি নিবন্ধে @Nahian: দীর্ঘ নামে নাম স্থান্তর করার কারেণে তার আলাপ পাতায় বার্তা রেখেছিলাম। আর আমি রাজা নামে কোন তেলেগু ছবির এই মুহুর্তে কাজ করছি না। ধন্যবাদ!--রাকিব (আলাপ) ১১:২১, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL: তেলুগু চলচ্চিত্রের নিবন্ধটি আমি তৈরি করতে চেয়েছিলাম। তবে আমি উইকিপিডিয়ায় সক্রিয় থাকিনা বলে কোন নিবন্ধের কাজ আপাতত করতে পারছিনা। @RakibHossain: চাইলে এই নিবন্ধটির নাম ছোট করে রাখতে পারেন। ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ১৬:১৮, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন