আলাপ:রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Subrata Roy কর্তৃক ১২ বছর পূর্বে "তথ্য সংশোধন" অনুচ্ছেদে

তথ্য সংশোধন[সম্পাদনা]

রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ অংশে -

১৯২৭ সালের ১৪ জুলাই দুই সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক চারমাসব্যাপী সফরে বের হন।<ref name="Chakravarty_1961_1">{{harvnb|Chakravarty|1961|p=1}}</ref> <center>আবার</center>

{মূল|রবীন্দ্রনাথ ঠাকুর#বিশ্বভ্রমণ} অংশে -

১৯২৭ সালে সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ চার সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ গিয়েছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে। এই সময় তিনি ভ্রমণ করেন বালি, জাভা, কুয়ালালামপুর, মালাক্কা, পেনাং, সিয়ামসিঙ্গাপুর<ref name=Chakravarty_1961_1>Chakravarty 1961, p. 1</ref>

অর্থাৎ, আলোচ্য দু'টো নিবন্ধের মধ্যে একই রেফারেন্সের মাধ্যমে [দুই] এবং [চার] সংখ্যার অনিচ্ছাকৃত প্রয়োগ ঘটায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সুতরাং, সঠিক তথ্যটি উপস্থাপনপূর্বক (বিশেষতঃ নিবন্ধ রচয়িতাকে) দ্রুত সংশোধন করা একান্ত প্রয়োজন। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১২:০৭, ১০ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন