আলাপ:যৌন পরিচয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৫ বছর পূর্বে "বিভ্রান্তিকর তথ্য - টেক্সট স্টুয়ার্ড" অনুচ্ছেদে

অনুবাদ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। নিবন্ধটিতে ইংরেজি নিবন্ধের আংশিক অনুবাদ রয়েছে। গৃহীত হতে হলে, আপনাকে অবশ্যই ইংরেজি সবগুলো অনুচ্ছেদ পূর্ণ অনুবাদ করতে হবে। বর্তমানে বেশ কিছু অনুচ্ছেদ আপনি আংশিক অনুবাদ করেছেন। সংশোধনের পর এখানে অথবা আমাকে জানান দয়া করে। পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। -- মৈত্রী (আলাপ) ১০:১১, ২৯ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পুনরায় পর্যালোচনা করা হল[সম্পাদনা]

নিবন্ধটি প্রথমবার পর্যালোচনা করার ১০ দিন পরে পুনরায় পর্যালোচনা করা হয়েছিল। -- মৈত্রী (আলাপ) ০৯:৪৬, ১১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিভ্রান্তিকর তথ্য - টেক্সট স্টুয়ার্ড[সম্পাদনা]

নিবন্ধের শুরুতে এরকম সতর্ক বাণী দেয় হয়েছে: “যৌন অভিমুখিতা অথবা লিঙ্গ পরিচয় নিবন্ধের সাথে বিভ্রান্ত হবেন না।”অন্য দিকে নিবন্ধর অভ্যন্তরে “সংজ্ঞা ও পরিচয়” অংশে লেখা রয়েছে: “যৌন পরিচয় বলতে মুলত লিঙ্গ পরিচয়কেই বুঝানো হয় যার মাধ্যমে পুরুষ/মহিলা চিহ্নিত করা যায়”। এরকম কনট্রাডিক্টরী তথ্য পাঠককে বিভ্রান্ত করবে। অজ্ঞানতা বা অর্ধজ্ঞান থেকেই এ হেন বৈপরিত্য উদগত হয়েছে। বাংলা ইউকিতে একজন টেক্সট স্টুয়ার্ড আবশ্যক। - EditBangla (আলাপ) ১৬:০৪, ৭ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@EditBangla: সাহসী হোন, ঠিক করে দিন। ঠিক করার সময় সারাংশে কারণ উল্লেখ করুন। --আফতাব (আলাপ) ১৬:১২, ৭ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন