আলাপ:মুহাম্মাদের শৈশব ও কৈশোরকাল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পুননির্দেশ[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: মুহাম্মদের শৈশব ও কৈশোরকাল পুননির্দেশ রাখা দরকার নেই বলেই মনে হয়। রাখার অন্য কোনো কারণ আছে? ♨ ঐশিক রেহমান ❯❯❯ আলাপ ২৩:৪২, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Aishik Rehman, মুহাম্মদ বানানের চল রয়েছে, ফলে কেউ মুহাম্মদ দিয়ে খুঁজলে নিবন্ধ খুঁজে পাবে না। আবার এই নিবন্ধগুলি এক যুগ আগে তৈরি, এই নিবন্ধের লিঙ্ক উইকিপিডিয়ার ভিতর বা বাইরে কোথাও ব্যবহৃত হলে সেই লিঙ্ক ভেঙে যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫৮, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ও! আসলে একাধিক বানান ব্যবহার বিদঘুটে (কীওয়ার্ড সমস্যা) লাগে বলে কয়েকদিন ধরে একটিমাত্র স্ট্যান্ডার্ড বানান অনুসরণের চেষ্টা করছি আবার কিছুকিছু পুননির্দেশ পাতাকে কেন জানি জঞ্জাল মনে হয় -ঃ)। স্থানান্তরের আর আগে লিঙ্ক চেক করেছি, এর ফলে নিবন্ধের লিঙ্ক উইকিপিডিয়ার ভিতরে কোথাও নেই তা নিশ্চিত হয়েছি। তবে উইকির বাইরের লিঙ্ক অবশ্য একটা ব্যাপার। যাক্‌গে, ধন্যবাদ :) ঐশিক রেহমান ❯❯❯ আলাপ ০০:০৭, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]