আলাপ:মহেশ বাবু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামের উচ্চারণ[সম্পাদনা]

দাদা, নামের উচ্চারণ নিয়ে আমি নিবন্ধ লেখার আগে অনেকক্ষণ ভেবেছি। আমরা বাঙালিরা উচ্চারণ মহেশই করি। কিন্তু হিন্দী, ইংরেজীতে উচ্চারণ মাহেশ শুনলাম। নামের বানান তো বিভিন্নরকম হতে পারে। এফ রহমান বাংলাদেশী (আলাপ) ২১:০৩, ২০ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

এফ রহমান, হিন্দীতে অ-কার এর উচ্চারণ আ এর মতন হয় বলে মাঝে মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। যেমন হিন্দীভাষীরা শচীনকে উচ্চারণ করেন শাচীন বলে। এক্ষেত্রে মহেশ উচ্চারণ হয়তো তাঁরা মাহেশ করে থাকতে পারেন কিন্তু বানান মহেশ হবে। আপনি তামিল, তেলুগু, ও মালায়ালাম উইকিতেও এই বানানই পাবেন। সংস্কৃত উইকিতেও মহেশ বানান পাবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:২৩, ২১ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]