আলাপ:মলাস্কা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



সুধী, নিবন্ধটির শিরোনাম কম্বোজ বা কম্বোজ প্রাণ নয় বরং মলাস্কা হওয়া উচিত। নিঃসন্দেহে কম্বোজপ্রাণ বিশেষণে নামকরণ এটি কি তা বুঝাতে সক্ষম, কিন্তু ইতিমধ্যে শিক্ষা বোর্ড রচিত সব বইয়ে মলাস্কা [১] [২] [৩] [৪] [৫] [৬], কলেজ পর্যায়ের যেমন: গাজী আজমল স্যারের ১৯-২০ সংস্করণের বইয়ে নামের অনুবাদ হিসেবে ব্রাকেটে মধ্যে উল্লেখ করে([৭][৮])। এখনি সরাসরি যদি আমরা বাংলা বিশেষণটি বিশেষ্য হিসেবে ব্যবহার শুরু করার চেষ্টা করি তাহলে নিবন্ধের সার্থকতা হারাতে পারে, পাঠক (বিশেষত মাধ্যমিক স্তর সমমান বা এর নিম্ন স্তরের শিক্ষার্থীরা) বিভ্রান্ত হতে পারে । নিবন্ধের সুচনায় এর অনুবাদ অর্থ উল্লেখ করুন।আর বাড়তি কিছু করতে চাইলে মলাস্কায় পুনর্নির্দেশ করুন।-মজুমদার সাহেব (আলাপ) ০৬:৫৩, ১০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম মলাস্কা করা হোক। আমার জানামতে বাংলা ভাষায় প্রাণীজগতের সকল পর্ব পর্ব ইংরেজি থেকে সরাসরি নামান্তর করা হয়েছে। কাজেই যদিও কম্বোজ নামের ব্যবহার রয়েছে তবুও মলাস্কা শিরোনাম হওয়া উচিত। কম্বোজকে পুননির্দেশ হিসেবে রাখা যায়।সাজিদ আলাপ ০৭:১৪, ১০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমিও নিবন্ধের নাম মলাস্কা রাখার পক্ষে। কারণ বিজ্ঞান বইগুলোতে এই নামই অধিক দেখা যায় এবং এই নামই অধিক পরিচিত। — তাহমিদ (আলাপ) ১৫:২৪, ১০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।